যদি টাকা না থাকে –
কিসের দুর্গাপুজো!
কিসের ঈদ!
কিসের ক্রিসমাস!
যদি টাকা না থাকে …
যদি টাকা না থাকে –
দুরন্ত হালফ্যাশন কাঁচকলা দেখায়,
বিরিয়ানির নামে ফুটপাতের হলুদ ভাতও অন্ততঃ ষাট,
পাঁচ মুদ্রার নেলপালিশ শ্রেফ মুদ্রাদোষ;
যদি টাকা না থাকে …
যদি টাকা না থাকে –
ঝাঁপিয়ে বুকে পড়ার ন্যাকামি অমিল।
সুইজারল্যান্ড দূরের, কাছের দশ কিলোমিটারও দুর্গম।
একটাকার হজমোলা লজেন্স বেপর্দা বিলাসিতা।
যদি টাকা না থাকে …
যদি টাকা না থাকে –
আকাশ ফুল পাখি কিম্বা প্রেম অবান্তর:
নেট হোয়াটস্অ্যাপ ফেসবুক অন্য জন্মের স্বপ্ন:
চকোলেট বা আইসক্রিম দু কানকাটা ইয়ার্কি:
যদি টাকা না থাকে …
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
যদি টাকা না থাকে –
আকাশ ফুল পাখি কিম্বা প্রেম অবান্তর:
নেট হোয়াটস্অ্যাপ ফেসবুক অন্য জন্মের স্বপ্ন।
যদি টাকা না থাকে … জীবন অর্থহীন ব্যাখ্যাহীন স্বপ্নহীন।
loading...
অনন্য উপস্থাপন।
loading...
যদি টাকা না থাকে সবই অন্ধকার! টাকাই জগতের আলো।
শুভেচ্ছা রইলো দাদা।
loading...