কাঁহা গিয়া রোগীসব এসে গেছি বৈদ্য
ব্রাজিলের থেকে পাশ করে এনু সদ্য।
মন্তর জলপড়া তুকতাক ইউনানী
আলাপাথী হোমোপাথী কোবরেজী সব জানি।
এইও খবর্দার কে বলিস হাতুড়ে?
নির্ঘুম রোগীদের করি ঘুমকাতুরে।
পেটে বুকে থাকে যদি অ্যাসিডিটি সর্দি
পরিয়ে দি তাকে আমি ব্রাজিলের উর্দি।
বাত হলে কাত হয়ে শুতে হবে বাজারে,
সারবেই গ্যারান্টি রোগী এক, হাজারে।
হার্টে যদি লেগে যায় কোনো প্রতিবন্ধক
বুকে দুই কিল মেরে ঘষে দাও গন্ধক।
সুগারের রোগীদের বাড়বেই জেল্লা,
সব খানা ছেড়ে খাও শুধু রসগোল্লা।
পেটরোগা বাঙালির কাচকলা পেঁপে ঝোল
টান মেরে ফেলে খাও কাবাব ও এগরোল।
হেডঅফিসের গোল- মালে যারা ভুগছে,
গোবর আর ডিমপচা খেয়ে দেখ ছুটছে।
থাকবে না দুরারোগ সন্যাস ক্যানসার,
কঠিন ওই ব্যধিদের জানি আমি অ্যানসার।
সেরে যাওয়া রোগীদের নিয়ে টিম করবো,
নেক্সট ওয়ার্ল্ডকাপে খেলব ও জিতবো।
দেখেছ তো কত ভালো আমি রাজবৈদ্য,
হাফ রোগী ভালো হলো পড়ে এই পদ্য।
loading...
loading...
মন্তর জলপড়া তুকতাক ইউনানী
আলাপাথী হোমোপাথী কোবরেজী সব জানি।
চিকিৎসকের এই অবস্থা হলে রুগীর অবস্থা কেমন হবে ছবিই বলে দেয়।
loading...
ভালো বলেছো প্রিয় ভাই।
তবে এমন চিকিৎসকের খপ্পরে পড়লে 
loading...
আর কারও ভালো বা মন্দ লাগে নাই। মানে মন্তব্য নাই।
loading...
loading...
আহা দারুণ! আপনার কবিতা পড়ে কিছুক্ষণ হাসছিলাম শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। ভালো লাগলো আপনার লেখা ছড়া কবিতা।
loading...
খুশি হলাম নিতাই বাবু।
loading...
আমার ভীষণ ভাললেগেছে কবিতা পড়ে । এক কথায় অপূর্ব লিখেছেন প্রিয় কবি সৌমিত্র দাদা। শুভেচ্ছা নিন।
ঠিক তাই দাদা। অর্ধেক সুস্থ হয়ে গেছি।আমার হার্টের সমস্যা।বাট এই চিকিৎসা তো নেয়া যাবে না দাদা।
loading...
হেহেহে। চিকিৎসা নেবার দরকার নাই বোন হাসনাহেনা রানু। ভালো থাকুন।
loading...
দারুন ছন্দ।
5 / 5 সৌমিত্র দা
loading...
ধন্যবাদ নিজু ভাই।
loading...