আজকেও মাথা যন্ত্রণা হচ্ছে আজও সারিডন বন্ধু আমার,
সন্ধেগুলো রঙ হারিয়ে ঘুরেফিরে আসে জল থইথই
ভ্যাপসা গরমে। আধো আলোআঁধারির ছায়া আবছায়ায়
গলির বাড়িগুলো পরস্পরের মুখ দেখে বিবর্ণ বিষাদে,
পাশের পুরনো বাতিঘর একমনে রবিঠাকুর গেয়ে চলে
‘খেলাঘর বাঁধতে লেগেছি …’ দাদুরী উন্মত্ততায় সন্ধেরা
দূরে সরে যায়। এখন পুরনো সিলিং হাতছানি দেয়
জীবনের ওপারে নাকি সূর্যের আলো রংধনু আলপনা
এঁকে অপেক্ষায় আছে। একমুঠো হাসি কোনো হলুদ
শুভক্ষণে টপ্পার টুংটাং রেশ ছড়িয়ে মূহুর্ত মায়ায় মিলিয়ে
আকুল করেছিল, হয়তো কোনোদিন চাঁদ চুমু খেয়েছিল
কপালে ভুরুতে নরম আবেশে, আজ এই যন্ত্রণার নিদাঘ
বসতিতে সেইসব ছোট ছোট ঝিলিক অনুভব মনে হয়
জন্মান্তরের কড়িকাহিনি। আলো আর অন্ধকার মিলেমিশে
গাঢ়রক্তরঙ ঢালে হৃদয়তন্তুতে শাঁখের আওয়াজ ঢোকেনা
এ বদ্ধ গলিতে, পাশাপাশি হাত ধরে বসে আছি
মৃত্যু আমি আর সারিডন। ভূতচতুর্দশীর সন্ধেয়
ঘোড়ানিম গাছে দোলে ফাঁসী যাওয়া স্বার্থশবদেহ।
loading...
loading...
লিখার বিষয়বস্তু এবং তার পরিস্ফুটন অসাধারণ হয়েছে প্রিয় কবি সৌমিত্র।
loading...
ভালোবাসা জেনো প্রিয় ভাই।
loading...
দারুণ লিখেছেন কবি সৌমিত্র দাদা। আপনার কবিতা পড়ে বরাবরেরমত মুগ্ধ হয়ে গেলাম। আশা করি ভালো থাকবেন দাদা।
loading...
বিনীত শুভেচ্ছা প্রিয় কবি নিতাই বাবু।
loading...
চমৎকার দাদা। অদ্বিতীয়। শুভেচ্ছা অফুরান।
loading...
সম্মানিত বোধ করছি কবি বাবু ভাই।
loading...