নো ভ্যাকান্সি

জীবনের গাড়ী হঠাৎ এসে দাঁড়ালো
“কর্ম” নামক স্টেশনে।
যারা নামলো, তারা কোলাহল করতে
করতে নব আনন্দে কর্মের প্ল্যাটফর্মে
ছোটাছুটি করতে লাগল।
রসদ হিসাবে আনা ডিগ্রীগুলি নিয়ে পানীয়ের সন্ধানে বিভিন্ন অফিসে
ছোটাছুটি করতে করতে এক সময় ক্লান্ত হয়ে ডিগ্রীগুলির দিকে
ঘৃণাভরে তাকিয়ে ভাবতে লাগলো-
সত্যিই কি আমরা স্বাধীন দেশের নাগরিক?
কি পেলাম স্বাধীনতার এতগুলি বছর পর?
গভীর হতাশায় ডাস্টবিনে ছুড়ে ফেললো ডিগ্রীর ঝুলি!

ঠিক তখনই, সামনে দিয়ে এগিয়ে আসে ভুখা মানুষের বিশাল মিছিল,
শ্লোগানে শ্লোগানে ভরে ওঠে চতুর্দিক:
আমাদের দাবী মানতে হবে,
বেকারদের কর্মসংস্থান করতে হবে, শূণ্যপদ পূরণ করতে হবে, ইত্যাদি…
কে শুনবে এই ভুখা মানুষের কথা?
নিজেদের আখের গুছাতে গিয়ে কখন যেন ভুলে গেছে ওদের কথা!
সময় কোথা এদের কথা ভাববার!

চারিদিকে একের পর এক বন্ধ কলকারখানা,
অফিসে অফিসে টাঙানো বোর্ড –
“নো ভ্যাকান্সি”।

মেয়েদের বায়না,ছেলেদের আবদার,
আনতে স্ত্রীর স্যাটিস্ ফ্যাকশন,
কোথায় যেন চাপা পড়ে গেছে
বেকারদের ঐ অ্যাপ্লিকেশন!
মিটিং -মিছিলের বক্তৃতায়
গুরুগম্ভীর আলোচনা,
সঙ্গে সমান তালে চলে
বিপক্ষ দলের সমালোচনা।

নিভৃতে কোনদিন ঘন একান্তে
জিজ্ঞাসো যদি-
বেকার সমস্যায় কেন অরাজি?
বলবে তখন- দূর্ বোকা,
এতকাল জিতেছি খাইয়ে ওদের ধোঁকা!
চাকরি পেলে কেউ কি আর
ভোটের সময় লড়বে?
ওরা যে তিমিরে আছে
সেই তিমিরেই থাকবে!
সুতরাং –
ওদের সমস্যাটা নয় এমার্জেন্সী,
সর্বত্রই টাঙানো থাকবে-
নো ভ্যাকান্সি!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৪-০৭-২০১৯ | ১৮:৫৮ |

    চারিদিকে একের পর এক বন্ধ কলকারখানা,
    অফিসে অফিসে টাঙানো বোর্ড –
    “নো ভ্যাকান্সি”।

    তারপরও চলছে জীবন। জীবন থেমে নেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • সৌমেন কুমার চৌধুরী : ২৫-০৭-২০১৯ | ১৩:৪৬ |

      ধন্যবাদ স্যার।

      চলাই জীবন

      থেমে যাওয়ার নাম মরণ।

      ভালো থাকবেন।

      GD Star Rating
      loading...
  2. সুমন আহমেদ : ২৪-০৭-২০১৯ | ১৯:৫৩ |

    নো ভ্যাকান্সি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    GD Star Rating
    loading...
  3. সাজিয়া আফরিন : ২৪-০৭-২০১৯ | ২১:৩৪ |

    শুভেচ্ছা জানবেন কবি। Smile

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ২৪-০৭-২০১৯ | ২১:৪৬ |

    এই ভালো সেই ভালো। কোথাও কিছু নেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • সৌমেন কুমার চৌধুরী : ২৫-০৭-২০১৯ | ১৩:৫০ |

      কিছু নেই-এর মাঝে আছে শুধু ভালোবাসা।

      ভালো থাকবেন প্রিয় কবি।

       

      GD Star Rating
      loading...
  5. রিয়া রিয়া : ২৪-০৭-২০১৯ | ২২:১১ |

    অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  6. মাহমুদুর রহমান : ২৪-০৭-২০১৯ | ২২:১২ |

    বর্তমান বাংলাদেশে মোট চারকোটি বিরাশি লাখ মানুষ বেকার।  

    GD Star Rating
    loading...
    • সৌমেন কুমার চৌধুরী : ২৫-০৭-২০১৯ | ১৩:৫৩ |

      খুবই দুঃখজনক তথ্য

      সারাবার কি নেই পথ্য?

      ভালোবাসা অনেক।

      GD Star Rating
      loading...