প্রপাত

একটা রিকশা ডাকি এই ঝুম বৃষ্টিতে!
মাতাল বাতাস বয় সদ্যোজাত প্রেমের নদীতে,
পাশে এসে বসো ভেজা গোলাপের মতো,
কিছুটা শীতল জল পান করে নিক উত্তপ্ত গ্রহ,
কতো লক্ষ বছর দুজনে পুড়েছি বলোতো!
বারন্দায় কফি আর গীতবিতানের গানে,
বিরহে চুপসানো মন আর কতো পোষ মানে?
নেমে এসো পথ ভুলে, আলতো পায়ে জলে,
যান্ত্রিক বাঁশি বাজে নাগরিক নীপবনে!
পাশে এসে বসো, কুড়িয়ে এনেছি কদম!

প্রেমের আবাদে লাগে বিশুদ্ধ কণার জল,
এই অপার মেঘের দিনে একটা রিকশা ডাকি,
নেমে এসো যত্নে পড়ে নীলাম্বরী শাড়ি,
স্বেচ্ছায় ভিজে হবো পুকুরের মতো টলমল!
বয়সী রাস্তায় উথাল পাতাল নাচে শালিক যুগল,
পাশে এসে বসো, ক্লান্তির দখলে আধুনিক কাল,
তোমাকে ছুঁয়েই আজ শেষ হোক আকাল!
বাতাসের ভুলে লেগে যাক হাতে হাত,
শখের কাঁচের চুড়ি পড়ে নিও জোড়ায়,
একটা রিকশা ডাকি শহর ডোবানো বর্ষায়?

পৃথিবীর সমস্ত ভেজা পাতা ডাকছে তোমাকে,
জলের প্রপাত আমি আনব কুড়িয়ে,
শুধু তুমি পাশে এসে বসো,
মেঘমালা নকশায় সিক্ত আঁচল বাতাসে উড়িয়ে!
চলো কাকভেজা হই স্তম্ভিত মোড়ে,
ডানা ঝাপটাক পাখি ভয়ে ঝড়ের বাতাসে,
একটি আগুন তীব্র দাবদাহে জ্বলছে তো জ্বলছেই,
আমাদের বুকের সিন্দুকে,
নিভে যাক তারা আজ স্রেফ ভিজে যেতে যেতে!
তোমার সিক্ত চুলে গেঁথে নিও প্রজাপতি ক্লিপ,
হৃদপিন্ড অনিয়মে করুক ভয়ংকর বিপ বিপ!
তবু আজ ছুঁয়ে দিব খোপার কুন্ডলী,
নেমে এসো প্লিজ! একটা রিকশা ডাকি!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ২টি) | ৩ জন মন্তব্যকারী

  1. আলমগীর সরকার লিটন : ০২-০৬-২০২১ | ১৫:০২ |

    হু সুন্দর কবি দা

    GD Star Rating
    loading...
    • সৌবর্ণ বাঁধন : ০৩-০৬-২০২১ | ১৫:১৭ |

      অনেক ধন্যবাদ জানবেন কবি।

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ০৩-০৬-২০২১ | ১২:০৮ |

    মুগ্ধ পাঠে শুভ কামনা প্রিয় কবি সৌবর্ণ বাঁধন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • সৌবর্ণ বাঁধন : ০৩-০৬-২০২১ | ১৫:১৬ |

      অনেক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয় জন।

      GD Star Rating
      loading...
  3. দীপঙ্কর বেরা : ০৪-০৬-২০২১ | ৮:৪৩ |

    ভাল লেগেছে 

    GD Star Rating
    loading...