অধুনা সংবাদ

বুকের ভিতর ঝড় তোলা হৃদস্পন্দনে নিচ্ছে বিদায়
আলোকিত বিকাল! রাজপথে ধীরলয়ে হেঁটে যায় যমদুত!
ঠোঁটের কোণে অনন্তবিলাসী মৃদুহাসি,
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হোমো সেপিয়েন্স বড় অসহায়!
অথচ তাদের নাতিশীতোষ্ণ ঘর ও ব্যাংকের স্টেটমেন্ট ছিল,
প্রবীণ মুঠোয় পদাবলী ভরা প্রেমে ছিল সহজিয়া অনুরাগ!
নদীর মতো একদিন বুকপকেটে বহমান ছিল লাল চাঁদ,
আয়েশী বিকালে মায়াময় উষ্ণ স্বপ্ন ছিল! হরিদ্রাভ জলে-
আনত বালিকার চোখে চঞ্চল ছিল রূপালী ডানার মাছ!
সেইসব পুরাতন কথা অচল পয়সার মতো গড়াচ্ছে ধুলায়,
অতিমারীর পরিসংখ্যানে এখন শুধু শোকসংবাদের সময়!
আজকাল খুব দ্রুতই চলে আসে! ভাইরাল সংবাদের মতো
অবিশ্বাস্য গতিতে আসে! প্রখর চিতার বেগ মেনেছে হার-
তার পাশে! নিউজ স্ক্রল, ফেসবুক সমস্ত কিছু ছেয়ে আছে,
বিষাক্ত মাশরুমের মতো আগ্রাসী প্যান্ডেমিকের সংবাদে!
অনতিক্রম্য প্যানিক এটাকেও পালানোর রাস্তা বন্ধ সব,
মৃত্যুদূত হাসছেন আর দেখছেন ঈশ্বর!
অবরুদ্ধ কোণায় যাচ্ছে শোনা হাঁসফাঁস শ্রেষ্ঠ জীবের,
ল্যাবরেটরির গিনিপিগের মতো অস্বস্তিতে ছোটাছুটি তার,
সময় নেই কারো দেখবার! অপেক্ষা মহাজাগতিক খেলার,
আর অন্তিমে অপেক্ষা লটারীর!
অন্যকে মরে যেতে দেখে উত্থিত নিজস্ব মৃত্যুর কল্পনা,
হয়তো এরই নাম প্রকৃত অসহনীয় যন্ত্রণা!
তবু অপেক্ষা লটারীর! ফোনের রিংটোন বাজছে ক্রিং ক্রিং,
অপেক্ষা কখন নামবে প্যারাট্রুপার সাথে নিয়ে বুলেটিন-
একটি শোকসংবাদ! একটি শোকসংবাদ! একটি শোকসংবাদ!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৬-০৪-২০২১ | ২২:৩৯ |

    অন্যকে মরে যেতে দেখে উত্থিত নিজস্ব মৃত্যুর কল্পনা,
    হয়তো এরই নাম প্রকৃত অসহনীয় যন্ত্রণা!

    __ যাপিত জীবনের নৈমিত্তিক ভাবনা বিশেষের খণ্ডাংশ। লিখার মধ্যে শ্বাস নেবার জায়গা অনেকটাই কম পেলাম। প্রশ্বাসের সুযোগ থাকলে বেশী উপভোগ্য হতে পারতো। স্বাগতম শব্দনীড়ে। নিজে লিখুন এবং সহ-ব্লগারদের লিখায় সময় দিয়ে উৎসাহ দিন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • সৌবর্ণ বাঁধন : ১৭-০৪-২০২১ | ২৩:০২ |

      অনেক ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।

      GD Star Rating
      loading...
  2. ফয়জুল মহী : ১৬-০৪-২০২১ | ২৩:২১ |

    দারুণ লিখেছেন কবি।

    GD Star Rating
    loading...