মুখোশের নগরিতে স্বরূপে শ্রাবণ
সহজেই যায় চেনা
মেঘ
বিষ্টি
বাতাসের রসায়ন
রূপান্তরিত ক্ষ্যাপা বজ্রাঘাত
খানাখন্দ
খুঁটিসাক্ষি ডুবে যাওয়া ম্যানহোল
থানকুনি পাতায় বিন্দু জল
সব
সবই।
আমি কেবল মানুষ চিনি না
বড়ো দুর্বোধ্য ঠেকে থেকে থেকে
ক্রমশ।
অভিমানী মুখ ফুলানো আকাশ,
আচমকা ক্ষেপে যাওয়া অত্যাচারিত পাহাড়,
হেলাফেলায় সময়বাতি ক্রুধান্বিত বঙ্গপোসাগর,
কিংবা আধুনিকতায় জর্জরিত ক্রন্দসী