শব্দনীড়ে সকলের জন্য প্রাসঙ্গিক কিছু কথা
সুপ্রিয় শব্দনীড় বন্ধু সমীপে।
শব্দনীড় আজ প্রায় ১ মাস ৪ দিন পার করছে। আপনার বা আমাদের শব্দনীড় তার অভিযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। ইতিমধ্যে প্রায় ১,০২১ টি পোস্ট সঞ্চিত হয়েছে। এবং যার মধ্যে ৮৫৬ টি নতুন পোস্ট প্রকাশিত হয়েছে। বাকি গুলোন খসড়া অথবা অপেক্ষমান ঘরে নিরাপদ জমা আছে। মন্তব্য সংখ্যা ৫,০৭৩ টি। নিবন্ধিত ব্লগারের সংখ্যা ৬৯ জন।
এপার বাংলা অথবা ওপার বাংলার স্বনামখ্যাত ব্লগ, ব্লগস্পট অথবা শব্দনীড়ের মতো ওয়ার্ডপ্রেস এ তৈরী অন্যান্য ব্লগের তুলনায় শব্দনীড় সেখানে অহংকার নয়; গৌরব বোধ করতে পারে। এই সাফল্য শব্দনীড় এর নয়; শব্দনীড় এ যারা শব্দ চর্চা করেন তাদের সকলের। শব্দনীড়ে অংশগ্রহণকারী ছোট বড় সকল লিখিয়ের।
ব্লগার বলতে শব্দনীড় কখনও কাউকে ছোট বড় মাঝারি মনে করে না। সবার জন্যই এই ব্লগ। সকলের অধিকার সমান এমনতর স্বতন্ত্র চেতনায় বিশ্বাস করে। কাউকে অতিরিক্ত সুযোগ দেয়া বা নেয়ায় শব্দনীড় কখনো কল্পনাও করে না। এই ব্লগ সর্বজনীন। সর্বজনীনতা ধরে রাখতে শব্দনীড় অসম্ভব আপোস করতে নারাজ।
চলতি শব্দনীড় এ কয়েকটি নিয়ম বিদ্যমান রয়েছে যা অবশ্যি জানা প্রয়োজন।
সতর্কতা :
শব্দনীড় এ লিখা প্রকাশের ৪৮ ঘন্টা পর প্রকাশিত পোস্ট পুনর্বার সম্পাদনা করা যাবে না। সুতরাং পোস্ট প্রকাশের ক্ষেত্রে তাই সতর্ক সাবধানতা অবলম্বন করুন।
কারণ :
প্রাথমিক পর্যায়ে সহজ সাধারণ কোন লিখাকে পরবর্তীতে কারু অগোচরে কেউ যেন সংশোধন করে ব্লগকে বিতর্কিত করে তুলতে না পারে এই জন্য সাবধানতা।
যে কোন পোস্ট প্রকাশের দিন থেকে ১৪ দিন পর উক্ত পোস্টে নতুন করে ভিন্ন কেউ মন্তব্য প্রদান করতে পারবেন না। এমনকি লিখক স্বয়ং তাঁর নিজস্ব পোস্টে মন্তব্যের প্রতি-মন্তব্যও দিতে পারবেন না। এটি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা পদ্ধতি।
সাময়িক সমাধান :
সঞ্চালকের সাথে যোগাযোগ করে সম্পাদনা বা মন্তব্যের ব্যবস্থা করতে পারবেন।
[email protected]
নিবন্ধন নিয়ে ব্লগারে’র সক্রিয়তা লক্ষ্য করা না গেলে ৬০ দিন পর নিবন্ধিত আইডি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। পুনঃ নিবন্ধিত হলেও গতি লক্ষ্য করা হবে।
মন্তব্যের ঘরে ফটো আপলোডার ব্যবস্থা পূর্বে ছিলো। এখনও আছে। দুঃখজনক যে কেউ কেউ ২ থেকে ৪ মেগাবাইটের ছবি আপলোড করায় মিডিয়া সার্ভার ভারি হয়ে গিয়ে ব্লগের গতি কমে যায়। তাই মিডিয়া url ব্যবস্থা চালু আছে। সার্ভার থেকে মিডিয়া মুছে গেলেও ভিন্ন সাইট থেকে ইমপোর্ট করা img url ছবি থাকবে।
পরিশেষ : নিজে লিখুন; সহ-ব্লগারের লিখায় মন্তব্য দিন। ব্লগিং হোক সৌহার্দ্যের।
ভালো থাকুন। আনন্দে থাকুন। সর্বোপরি শব্দনীড় এর পাশে থাকুন। ধন্যবাদ।
loading...
loading...
ব্লগার বলতে শব্দনীড় কখনও কাউকে ছোট বড় মাঝারি মনে করে না। সবার জন্যই এই ব্লগ। সকলের অধিকার সমান এমনতর স্বতন্ত্র চেতনায় বিশ্বাস করে। কাউকে অতিরিক্ত সুযোগ দেয়া বা নেয়ায় শব্দনীড় কখনো কল্পনাও করে না। এই ব্লগ সর্বজনীন। সর্বজনীনতা ধরে রাখতে শব্দনীড় অসম্ভব আপোস করতে নারাজ।
সঞ্চালক ভাইজান এমনে কইরা কইলে ধন্যবাদ না জানাইয়া উপায় নাই! তয় ছবির ব্যাপারটা এতক্ষণে বুঝলাম। আসলেও আমার স্বাস্থ্যবান মাথায় 5mb ছবি দিতেও কিছু মনে করি না তাই শুধু url দিয়া ভালই হইছে।

এই দেহেন আবার ধন্যবাদ কইতে হইল!
loading...
পোস্ট সার্থক বিবেচিত হলো। স্বাগতম মোঃ খালিদ উমর। শুভেচ্ছা নিন।
loading...
নিবন্ধন নিয়ে ব্লগারে’র সক্রিয়তা লক্ষ্য করা না গেলে ৬০ দিন পর নিবন্ধিত আইডি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। পুনঃ নিবন্ধিত হলেও গতি লক্ষ্য করা হবে।
ভালো লাগল। কড়াকাড়ি আইন, প্রয়োজনীয়। দরকারি।
loading...
শব্দনীড় তার পুরোনো অভিজ্ঞতা থেকে চলতি সিদ্ধান্ত গ্রহণে প্রণোদিত হয়েছে।
ধন্যবাদ মাহবুব আলী।
loading...
শুভ সন্ধ্যা
আমার ধন্যবাদ ও বিনয়াবনত সালাম গ্রহন করুন।
পথ চলা সুন্দর হবে এই প্রত্যাশায়
অনেক অনেক শুভ কামনা
loading...
আপনাদের সহ-সঙ্গ শব্দনীড় সবসময়ই প্রত্যাশা করে। ধন্যবাদ আপনাকে।
loading...
সহমতপোষণ করি।
loading...
অসংখ্য ধন্যবাদ শাহ আলম বাদশা।
loading...
শব্দনীড় এর প্রতিটি নিয়ম-কানুনের প্রতি অগাধ বিশ্বাস এবং আনুগত্য প্রকাশ করি। শব্দনীড় হোক ‘শান্তিনীড়`।
loading...
কবি ভাই কোথায় ছিলেন? অনেকদিন দেখিনি!
ভাল আছেন?
loading...
শুভেচ্ছা জানবেন মামুনুর রশিদ।
loading...
ধন্যবাদ। কৃতজ্ঞতা রইলো অফুরান।
loading...
আল্লাহ ভালো রেখেছেন। এতদিন ভালোই ছিলাম। আপনাদের মাঝেই ছিলাম। ‘বিরহে যদি মনে পড়ে আমায়! সে বিরহ আমি হাজার বার চাই।`
loading...
ও! আমি নিজেই নানা ঘটনায় অনিয়মিত ছিলাম বলে হয়ত দেখতে পাইনি।
ভাল থাকবেন শুভকামনা।
loading...
সঞ্চালক সাহেব যদিও কঠিন কঠিন (কিন্তু দরকারী) আইনের কথা বলেন গেলেন তবু তাঁকে শুভেচ্ছা জানাই
loading...
আইন বললে শক্ত শোনায়। বিধি বলা যেতে পারে আনু আনোয়ার। ধন্যবাদ।
loading...
“নিবন্ধন নিয়ে ব্লগারে’র সক্রিয়তা লক্ষ্য করা না গেলে ৬০ দিন পর নিবন্ধিত আইডি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। পুনঃ নিবন্ধিত হলেও গতি লক্ষ্য করা হবে।”……. এটা দরকার ছিল।
loading...
জরুরী বা সাধারণ মান দরকারি অনেক জায়গায় দেখা যায়। আমাদের প্রয়োজন প্রয়োগ। সহনশীল প্রয়োগে সকলের সহযোগিতা চাই মোকসেদুল ইসলাম।
loading...
এই নিয়মকানুনকে জানাই স্বাগত সবাই মেনে চলব এটাই প্রত্যাশা
শুভ হোক ব্লগিং
loading...
এমন দ্ব্যর্থ ব্যত্যয় সত্যই বিরল। ধন্যবাদ আলমগীর সরকার লিটন।
loading...
আমরা বাংলার যুদ্ধদেহী সন্তান,,,,,,,,একটু নিয়মের মধ্যই রাখাই শ্রেয়!!!!!!!!!!



loading...
আমাদের শ্রেষ্ঠ আচরণ আমাদের উন্নত মানসিকতার পরিচায়ক। ধন্যবাদ।
loading...
সহমত। তবে লেখা এডিটের ক্ষেত্রে কিছু শিথিলতা আশা করছি। ভাল থাকবেন।
loading...
শব্দনীড় নতুন করে শুরু হয়েছে একথা সত্যি। তবে আরও সুসংগঠিত আর অভিজ্ঞতার ছাপ দেখা যাচ্ছে নীড় সঞ্চালকের। অনেক অনেক সাধুবাদ জানাই।
loading...
পথ চলা সুন্দর হবে এই প্রত্যাশায়
অনেক অনেক শুভ কামনা——–।।
loading...