আমি একটা কবর খুড়বো
পুটলি বেধে সুখ গুলো সাজিয়ে রাখবো
মেয়েটার চুলের ক্লিপ
ছেলেটার আঁকা ছবি
তোমার দেয়া প্রথম চিঠি
বিয়ের শাড়ি আর টিকলি
তোমার দেয়া প্রথম ফুল
তোমার দেয়া প্রথম কানের দুল
একটা লিস্ট করলে কেমন হয়?
তুমি তো লিস্টে পটু
দাও না করে একটু
বোকা তুমি কাঁদছ কেনো?
যেতে তো সবার হবে
গুছিয়ে গেলে সেই ঘরে
একা একা কষ্ট হলে
পুটলি খুলে তোমাদের ছুয়ে দিবো আদর করে
নিজের হাতে স্থায়ী ঘর সাজিয়ে রাখবো
হুট করে ডাক এলে সময় কি পাবো?
তাই আগে ভাগে আমার কবরটা গুছিয়ে নিবো
আমার প্রিয় জিনিস গুলো থাকবে অনেক যত্নে
যদি হুট করে চলে যেতে হয় অপ্রস্তুত ক্ষণে
যদি কিছু ফেলে যাই, তুমি তো রইলে
প্লিজ মনে করে নিয়ে এসো আমার কবরে
মাঝে মাঝে তুমি এসে মজার সব গল্প বলবে
তখন তোমার সময় কি হবে?
নতুন বঁধুকে তুমি ঠিকই ম্যানেজ করে নিবে
তুমি দক্ষ আমি জানি তুমি ঠিক ঠিক পারবে
খুনসুটি ছাড়া একটা দিন আমাদের কাটে না
তুমি কি ধীরে ধীরে সময়ের সাথে সব ভুলে যাবে ?
ওগো আমাকে না ছুয়ে তোমার ঘুম কি আসবে ?
রাত বিরাতে অ্যাডভেঞ্চার গুলোর কি বা হবে?
নাহ আমার একটুও মন খারাপ না
শুধু ভাবছি, একদিন যেতে হবে ছেড়ে
আমার পরী, আমার রাজ পুত্র বড় হবে
কষ্টে, প্রাপ্তিতে খুব আবছা হলেও, আমাকে কি মনে পরবে ?
বিয়ে তুমি ঠিকই করবে নানা অজুহাতে
নির্লজ্জ বদ বোকা আহাম্মক একটা
ভূত হয়ে মলে দেব সতিনের কানটা
জীবিত আমাকে বলো ফাজিল
ভূত হয়ে সতিন কে মারবো একটা কিল
এখন বলো, করবে আবার বিয়ে?
আমি একটা কবর খুড়বো
সুখ গুলো সব পুটলি বেঁধে সাজিয়ে রাখবো।
loading...
loading...
জীবন সম্পর্কীয় লেখা আমার সবচাইতে আপন মনে হয়। অভিনন্দন কবি বোন সাজিয়া আফরিন। ঈদ মুবারাক।
loading...
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী দা।
loading...
অনেকদিন অপেক্ষা করছিলাম আপনার লেখা পড়বো বলে। আশা পূরণ হলো দিদি ভাই।
loading...
শুভেচ্ছা কবি রিয়া রিয়া দি।
loading...
আমার যত
সুখ বিলাসের স্মৃতি|
বুকের মাঝে মনের ভাজে
রাখবো, সাথে প্রীতি||
……….রাজপুত্র আর পরীর জন্য শুভেচ্ছা সাথে কবির জন্যও।
ভালো থাকুন প্রিয়!
loading...
আপনার মন্তব্যে খুশি হলাম ভাই।
loading...
আইডিয়া তে নতুনত্ব আছে
loading...
ধন্যবাদ ছন্দ হিন্দোল আপা।
loading...
খুব সরল মানের কবিতা। অথবা জীবন গল্প। আবছা হলেও আপনাকে মনে পরবে।
loading...
ধন্যবাদ সুমন আহমেদ ভাই।
loading...
ইদ মোবারক।
loading...
ঈদ মোবারক ভাই।
loading...
জীবনের গল্পে অভিনন্দন কবি সাজিয়া আফরিন।
loading...
কৃতজ্ঞতা আজাদ ভাই। সালাম।
loading...
loading...
ঈদ মোবারক।
loading...
বিরহের হলেও অসম্ভব প্রেমও আছে এর সাথে। খুব ভালো লাগলো সাজিয়া আপা।
loading...
ধন্যবাদ আসিফ আহমেদ ভাই।
loading...
কবিতায় ভালোলাগা রইলো কবি –
সুখের কবর, সে'ইবা কম কিসে
loading...