আমি নুসরাত বলছি। আমাকে তোমরা শুনতে পাও? তোমাদের মেকআপ কসমেটিক্স নানা প্রসাধনীর আড়ালে আমাকে দেখতে পাও? আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী। আমার নাম নুসরাত জাহান। মাদ্রাসায় পড়ি বিধায় নাক সিঁটকিও না। আমিও তোমাদের মতো সাজতে জানি, হয়তো অতো দামি মেকআপ কেনার অবস্থা নেই; তারপরও আমিও তোমাদের মতোই বন্ধু সুলভ। বন্ধুদের নিয়ে হৈ-হুল্লোড় এমনকি রাত জেগে গল্প কবিতা সব ঠিক চলে।
যায় দিন ভালো, আসে দিন মন্দ। এক সময় আমারই শিক্ষকের নজরে পরে যাই। সময় পেলে আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে নিও। সেখানে আমি বলেছি কিভাবে একজন বাবার বয়সী মানুষ আমাকে লাঞ্চিত করেছে।
গত ৬ এপ্রিল শনিবার সকালে আমি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় যাই। কেউ একজন আমাকে মিথ্যে খবর দেয়, আমার বন্ধু নিষাদ, মাদ্রাসার ছাদে কেউ তাকে মারধর করছে। বিশ্বাস করো, আমি ঠিক তোমাদের মতোই বন্ধু পাগল। বন্ধুর বিপদ শুনে স্থির থাকতে পারিনি। ঠিক তোমরা যেভাবে ছুটে যেতে বন্ধুর বিপদে, আমিও ছুটে যাই ছাদে। যেখানে মানুষরূপী কিছু পশু অপেক্ষায় ছিল আমাকে শাসাবে বলে। ওরা ভয় দেখিয়েছে, ওরা হুমকি ধামকি দিয়েছে। এরকম হুমকি ধামকিতে তোমরা অনেকেই ভয়ে কুঁকড়ে যেতে। আমিও ভয় পেয়েছি। ভীষণ ভয়। কিন্তু ভয়ের সাথে আপোষ করিনি।
তোমাদের মতোই আরো কিছু ছাত্রীরা মুখোশ পরে, অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয় আমাকে। আমি বলেছি, না আমি অন্যায় মেনে নেবো না। আমি আমার মতো অন্য নারীদের জীবনে অন্যরকম গল্প লিখবো। মজার ব্যাপার কি জানো? নারীদের আগুনে পুড়েই আমার মৃত্যু হয়।
ওরা চেয়েছিলো ধর্মের নামে, এভাবেই চলবে নারীদের প্রতি অত্যাচার। ওরা ভেবেছিলো, যে যখন চাইবে নারীরা তার কাছেই আত্মসমর্পণ করবে। তোমরা অনেকেই ব্যস্ত পৃথিবীর সেরা দেশ থেকে সেরা সব সামগ্রী কিনে সুখী হওয়াতে। তোমাদের মতো আমিও একজন। আমারও মন চাইতো একদিন বড় হবো, সেরাদের সেরা হবো।
আমাকে আমার অনেক স্বপ্ন বুকে নিয়ে চলে যেতে হলো। আমার প্রিয় বাবা মা রেখে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে আজ আমি অন্য একটা জগতে। তোমরা ব্যস্ত তোমাদের জীবনে। কারো জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। থাকা উচিতও নয়।
আমি তোমাদেরই একজন। আমার মুখ খানা দেখো, কোথাও না কোথাও তোমাদের কারো সাথে মিল খুঁজে পাবে। আমার জন্য দু’ ফোটা জল নয়, দুই লাইন লিখে জানিয়ে দিও … তুমি বা তোমরা আমার মৃত্যুর সুষ্ঠু বিচার চাও। তবেই না জাগবে জাতি, তবেই না জাগবে বিবেক। তবেই না বলবো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
youtu.be/OyY7ZW8psSI
loading...
loading...
আমি তোমাদেরই একজন। আমার মুখ খানা দেখো, কোথাও না কোথাও তোমাদের কারো সাথে মিল খুঁজে পাবে। আমার জন্য দু’ ফোটা জল নয়, দুই লাইন লিখে জানিয়ে দিও … তুমি বা তোমরা আমার মৃত্যুর সুষ্ঠু বিচার চাও।
loading...
সুবিচার হোক। আর কিছু চাই না।
loading...
আমার জন্য দু’ ফোটা জল নয় … তুমি বা তোমরা আমার মৃত্যুর সুষ্ঠু বিচার চাও।
loading...
সুবিচার হোক। আর কিছু চাই না।
loading...
বুকটা হাহাকার করে উঠলো দিদি ভাই।
loading...
সুবিচার হোক। আর কিছু চাই না।
loading...
আহা কী দুঃখজনক। কোন সুবিচার কি কোন কালে হবে না?
loading...
সুবিচার হোক। আর কিছু চাই না।
loading...
আমি নুসরাত বলছি। আমাকে তোমরা শুনতে পাও? কী দুঃসহ এই জীবন।
loading...
সুবিচার হোক। আর কিছু চাই না।
loading...
##" আমার মুখ খানা দেখো, কোথাও না কোথাও
কোথাও তোমাদের কারো সাথে মিল খুঁজে পাবে। আমার জন্য দু’ ফোটা জল নয়, দুই লাইন লিখে জানিয়ে দিও … তুমি বা তোমরা আমার মৃত্যুর সুষ্ঠু বিচার চাও। তবেই না জাগবে জাতি, তবেই না জাগবে বিবেক। তবেই না বলবো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।"
….আমাদের অবাঞ্চিত, অপারগ, লোভী সমাজের মানুষরুপি…..রা তোমাদের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে। ক্ষমা করো আমাদের এ কথা বলব না….। জাতী হিসেবে আমরা লজ্জিত, কলংকিত…। ক্ষমার অযোগ্য….
…..শধু বলবো ঐ নরপশু, পাষন্ড পিশাচদের যেন যথার্থ বিচার হয়….।
loading...
সুবিচার হোক। আর কিছু চাই না।
loading...