ভালোবাসার শয্যা পেতে রই

ভালোবাসার শয্যা পেতে রই

ভালোবাসার শয্যা পেতে রই
তুমি আসবে কড়া নাড়বে
কান পেতে রই্।
পাষান হৃদয় তোমার
তাকি কি আর সহজে বিগলিত হয়
চুক করে ভুল কি তোমাকে দিয়ে হয়
হিসেবে তুমি একদম পাকা
হৃদয়টা তোমার ভীষণ ফাঁকা !!

বুঝিনি আমি আগে
আমার হৃদয়টা চিরে দেখো
খুঁজে পাবে মলিন কিছু পত্র
পরে আছে যত্র তত্র
লেখা আছে
হৃদয় ভাঙ্গার সব গল্প।
মেঘলা দিনে
কেন আমার এমন একলা লাগে।

ব্যাকুল থাকে হৃদয়
অবজ্ঞা আর অশ্রু সজল আমারই অন্তর
তবু তোমাকেই ভালোবেসেছি
অনেকটাই … পাগলের মতো

তবু তুমি খোলা চোখে চোখ বুজে রও
ভালোবাসা পায়ে ঠেলে দাও
শহর কিংবা গ্রাম বলে কথা নয়
ভালোবাসা শুধুই ভালোবাসা হয়
ধৈর্যের পার ভেঙে গেছে
ভাবছি বসে,
নিষ্পাপ বিশুদ্ধ ভালোবাসা কি আজকাল কেনা বেচা হয়
তাহলে কিনে নিতাম সুখ আর স্বপ্ন দাম দিয়ে না হয়।

আমি না হয় চড়া দামে বেঁচে দিতাম আমার প্রথম প্রেম
অনুভূতির গভীর সে লেভেলে তুমি একজন কাঠ মিস্ত্রী
নিমিষে তছনচ করে দাও হৃদয়ের বাগান
নাহ ! ভয়ে কষ্টে, আগের মতো স্রষ্টা কে আমি আর ডাকিনা
তারও বোধয় সময় নাই আমার কথা শুনবার …

তাই আমি এখন দুর্বার
নেই কিছু হারবার
তবু আশায় আশায় কাটে দিন কাটে রাত
আমি ভালোবাসার শয্যা পেতে রই
তুমি আসবে আসবে কড়া নাড়বে
কান পেতে রই …

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৬ টি মন্তব্য (লেখকের ৮টি) | ৮ জন মন্তব্যকারী

  1. মিড ডে ডেজারট : ১৭-০৩-২০১৯ | ১৩:৪৯ |

    "তবু আশায় আশায় কাটে দিন কাটে রাত
    আমি ভালোবাসার শয্যা পেতে রই
    তুমি আসবে আসবে কড়া নাড়বে
    কান পেতে রই …"

    —ভালো লেগেছে!

    GD Star Rating
    loading...
    • সাজিয়া আফরিন : ১৭-০৩-২০১৯ | ২২:৫৭ |

      শুভেচ্ছা ভাই মিড ডে ডেজারট। Smile

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ১৭-০৩-২০১৯ | ১৪:৪৪ |

    কবিতাটিতে অনেকেই হয়তো ব্যাকরণ খুঁজতে পারেন। মিল আছে কিনা, ভাবার্থ সঠিক এসেছে কিনা, মাপজোক এর আওতায় আছে কিনা'র হিসাব শুরু করে দিতে পারেন কেউ কেউ। আমি কখনও এখানে ওখানে সেখানে কোথাও এমনটা খুঁজিনা। কারণ আছে।

    আমি দেখি লিখকের লিখা প্রকাশ করার সদিচ্ছা এবং সৎ সাহস। লেখক অনুপ্রাণিত হোক আমি সর্বদা সেটাই চাই। একদিন বা বছরে কেউ বড় হন না, শব্দনীড়ের মতো খেরোপাতায় যেমন ইচ্ছে লিখার অনুসঙ্গ বানিয়ে নিলে এভাবেই একদিন না একদিন তিনি ঠিকই দাঁড়িয়ে যাবেন। ___ অভিনন্দন কবি সাজিয়া আফরিন। ধন্যবাদ। Smile

    GD Star Rating
    loading...
    • সাজিয়া আফরিন : ১৭-০৩-২০১৯ | ২২:৫৯ |

      শেখার শেষ নেই। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম আজাদ ভাই। আরও লেখার চেষ্টা থাকবে। Smile

      GD Star Rating
      loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ১৭-০৩-২০১৯ | ১৯:৩৫ |

    এখানে আবেগটি প্রচণ্ড হয়ে উঠে এসেছে মনে হচ্ছে। আবেগ না থাকলে সে মানুষ হয় কি করে !! অভিনন্দন কবি বোন সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • সাজিয়া আফরিন : ১৭-০৩-২০১৯ | ২২:৫৯ |

      ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী। Smile

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ১৭-০৩-২০১৯ | ১৯:৪৬ |

    নিষ্পাপ বিশুদ্ধ ভালোবাসা কি আজকাল কেনা বেচা হয়
    তাহলে কিনে নিতাম সুখ আর স্বপ্ন > দাম দিয়ে না হয়।

    বাস্তবতার নিরীখে আপনার লেখার সৌন্দর্য্য ভাল স্বতন্ত্র আছে কবি দি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif 

    GD Star Rating
    loading...
    • সাজিয়া আফরিন : ১৭-০৩-২০১৯ | ২৩:০০ |

      খুশি হলাম বোন রিয়া রিয়া। Smile

      GD Star Rating
      loading...
  5. সুমন আহমেদ : ১৭-০৩-২০১৯ | ২২:৩১ |

    আপনার আরও কিছু লেখা পড়তে চাই কবি। শুভেচ্ছা। 

    GD Star Rating
    loading...
    • সাজিয়া আফরিন : ১৭-০৩-২০১৯ | ২৩:০০ |

      নিশ্চয়ই কবি সুমন আহমেদ। Smile আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। 

      GD Star Rating
      loading...
  6. শাকিলা তুবা : ১৭-০৩-২০১৯ | ২২:৩১ |

    ভালোবাসার শয্যা পেতে রই শিরোনামের সাথে কবিতাটি ভালো গিয়েছে।

    GD Star Rating
    loading...
    • সাজিয়া আফরিন : ১৭-০৩-২০১৯ | ২৩:০১ |

      ধন্যবাদ শাকিলা তুবা আপা। Smile

      GD Star Rating
      loading...
  7. হাসনাহেনা রানু : ১৮-০৩-২০১৯ | ২১:৩২ |

    এখানে প্রেমময় জীবনের প্রবল আকুতি ফুটে উঠেছে। সুন্দর উপস্থাপন প্রিয় কবি আপু সাজিয়া আফরিন।শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • সাজিয়া আফরিন : ০৯-০৪-২০১৯ | ২২:০৫ |

      ধন্যবাদ কবি হাসনাহেনা রানু আপা। Smile

      GD Star Rating
      loading...
  8. মোঃ খালিদ উমর : ২০-০৩-২০১৯ | ২২:২৮ |

    কবিকে শুভেচ্ছা। দরজার কড়া নারার শব্দ শোনার জন্য কেও কান পেতে রয়েছে' এই কথাটা শুনলেই আমার এক ইতিহাস মনে পরে যায়।

    GD Star Rating
    loading...
    • সাজিয়া আফরিন : ০৯-০৪-২০১৯ | ২২:০৬ |

      ইতিহাসটি একদিন না একদিন আপনার লিখায় পাবো আশা করি। Smile

      GD Star Rating
      loading...