আজ বিশ্ব নারী দিবস। শব্দনীড় এর পক্ষ থেকে সকল নারীদের জানাই বিনম্র শ্রদ্ধা।
প্রত্যেক নারী যার যার অবস্থান থেকে নানা জটিলতার মধ্য দিয়ে এগিয়ে চলছেন, ঘরে বাইরে সম অধিকারের জন্য পথ চলা থেমে নেই। নারীরা যেমন নানা ঢঙে চুল বাঁধছেন বা সাজছেন একই ভাবে জীবন ও জীবিকার সংগ্রামে সমান তালে মেধা ও পারদর্শিতার প্রমাণ দিচ্ছেন সকল ক্ষেত্রে। সাধুবাদ জানাই সে সকল নারীদের যাদের পথ চলা দুর্বিষহ ছিল তবুও তারা থেমে যাননি …
আজকের নারী আগামী প্রজন্মের দিকনির্দেশক। আমাদের সময়, আমাদের মায়েদের বলার অধিকার ছিল না। লাঞ্ছনা, বঞ্চনা সয়ে নিজের পছন্দ অপছন্দকে মনের ঘরে বন্দি করে জীবন পার করে দিতেন। তাদেরও নানান গুণ ছিলো; কেউ কবিতা লিখতেন, কেউ পারতেন হাতের কাজ, কারো হাতের রান্না ছিল বর্তমান নামকরা শেফদের চেয়েও সুস্বাদু। তাদের মেধা বিকাশের উপায় ছিল না। তাদের সকল গুণ সংসারেই সীমাবদ্ধ ছিল; তারা নিজেরাও জানতেন না তারা কতটা গুণী ছিলেন।
সময় বদলেছে। নারী এখন শুধুই একজন নারী নয়; একজন বন্ধু, একজন দার্শনিক, একজন শিক্ষিকা, একজন কূটনৈতিক, একজন ডাক্তার, একজন বিজ্ঞানী ভাবতে হৃদয় এক অন্যরকম অনুভূতিতে তৃপ্ত হয়। চলমান আইন নারীদের জন্য পৃথিবীর উন্নত দেশ গুলোতে নানা ভাবে ঢেলে সাজানো হয়েছে। আমাদের প্রিয় বাংলাদেশও পিছিয়ে নেই। নারী শিক্ষা, নারীদের নানা কর্ম সংস্থান সরকারিভাবে নানা উদ্যোগ নারীদের পথ চলায় সহায়ক হয়েছে।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, আমাদের বিরোধীদলীয় নেত্রী একজন নারী, তারা প্রত্যেকে কোনো কোনো ভাবে বাংলাদেশের নারীদের হাত মজবুত করেছেন। তাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
বিতর্কিত হলেও অস্বীকার করতে পারিনা একটি নাম “তাসলিমা নাসরিন” নারী অধিকার, নারীর শেকল ভাঙ্গার গল্প বলতে গেলে এই প্রতিবাদী নারীর অবদান অস্বীকার করার উপায় নেই। আজ তিনি দেশান্তরি। আশা করবো তিনি তাঁর দেশে ফেরার অনুমতি পাবেন। ধর্ম, বর্ণ শ্রেণী বিভেদ থেকে বেড়িয়ে নারীরা হোক আকাশছোঁয়া স্বপ্নের ঠিকানা।
নারীদের নিরাপত্তার জন্য বাংলাদেশ হয়ে উঠুক পৃথিবীর বুকে একটি স্বপ্ন রাষ্ট্র। খুন, ধর্ষণ, যৌতুক যেন হয়ে উঠে পুরোনো দিনের বেদনার গল্প কথা। দিন বদলাচ্ছে, বদলাতে হবে পুরুষদেরও। তাদের চিন্তা চেতনায় নারীদের সমান ভাবার শক্ত ভিত্তি তৈরীর কাজে সমাজের সকল শ্রেণীকে কাজ করতে হবে। পরিবর্তন ঘর থেকেই শুরু হোক। আপনি আপনার ছেলে সন্তানকে নারীর প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তুলুন। ভবিষৎ প্রজন্ম অবশ্যই ধীরে ধীরে তাদের বোন ও বন্ধুদের এবং ভবিষতে তাদের জীবন সঙ্গীকে তাদের সম সমান মর্যাদা দেবে।
বিশ্বজুড়ে আজকের স্লোগান, নারী-পুরুষের সমান অধিকার চাই। সকল নারীর সাথে একাত্ম হয়ে আমিও বলতে চাই, সঙ্গী হয়ে পাশে থাকো, আস্থা রাখো, গায়ের জোরে নয় ভালোবেসে হাতটি ধরো … চলো এই পথ এক সাথে; একই ছন্দে নির্মল আনন্দে পারি দেই। সুখকে মিলেমিশে ভাগা ভাগি করে নিলে বাড়ে, দুঃখও মিলেমিশে ভাগা ভাগি করে নিলে কমে।
আমার সবটুকু প্রেম তোমায় দিলাম
তোমার সবটুকু প্রেম আমায় দিও
এসো কাঁধে কাঁধ মিলিয়ে স্বর্গ গড়ি
এসো পাশাপাশি পথ চলি …
নতুন করে ভাবি। নতুনদের নতুন চিন্তা সাদরে গ্রহণ করি। ধর্ম যেন শান্তি আনে। ধর্ম যেন শক্তির উৎস হয়। ধর্ম যেন সমতা আনে। নারীবাদীদের প্রতি শ্রদ্ধা রেখে দুটো কথা বলতে চাই, নারী অধিকার নিয়ে বিস্তর লেখা লিখেছেন, বিস্তর নাটক গল্প হয়েছে, হয়েছে প্রতিবাদ সভা। আজ না হয়, যে মা, যে বোন ঘর সামলায় তার পাশে বসে শুনে নেবেন নারীবাদ বা নারীবাদীদের প্রতি তার মনের ভেতরে রাখা কষ্টের কান্না। ঐ যে বললাম, পরিবর্তন ঘর থেকেই শুরু করতে হবে। এঁটো থালাবাসন মাজবে একজন, অন্যজন করবে সভা সিমফোসিয়াম, নারী অধিকার এভাবে হয় না।
আগে নিজের মাঝে পরিবর্তন আনতে হবে। পরে দেশের বা অন্য দশের। সুস্থ সুন্দর মানবিক চেতনায় এগিয়ে চলুক আগামীর নারী।
loading...
loading...
বিশ্ব নারী দিবসে শব্দনীড় এবং পাঠক আমাদেরও; সকল নারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
আগে নিজের মাঝে পরিবর্তন আনতে হবে। পরে দেশের বা অন্য দশের। সুস্থ সুন্দর মানবিক চেতনায় এগিয়ে চলুক আগামীর নারী। আপনার এই আবাহনের সাথে সহমত।
loading...
ধন্যবাদ আজাদ ভাই।
loading...
চলমান আইন নারীদের জন্য পৃথিবীর উন্নত দেশ গুলোতে নানা ভাবে ঢেলে সাজানো হয়েছে। আমাদের প্রিয় বাংলাদেশও পিছিয়ে নেই। নারী শিক্ষা, নারীদের নানা কর্ম সংস্থান সরকারিভাবে নানা উদ্যোগ নারীদের পথ চলায় সহায়ক হয়েছে।
সকল নারী'র প্রতি শ্রদ্ধা শুধু একদিনেই নয়, এই সম্মান সর্বক্ষণ থাক।
loading...
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
loading...
সাধুবাদ জানাই সে সকল নারীদের যাদের পথ চলা দুর্বিষহ ছিল তবুও তারা থেমে যাননি … শুভেচ্ছা দিদি ভাই।
loading...
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
loading...
আগে আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আপনার জন্য শুভকামনা।
loading...
ধন্যবাদ কবি শাকিলা তুবা।
loading...
## "আমার সবটুকু প্রেম তোমায় দিলাম
তোমার সবটুকু প্রেম আমায় দিও
এসো কাঁধে কাঁধ মিলিয়ে স্বর্গ গড়ি
এসো পাশাপাশি পথ চলি।"
শুধু আজ নয়, নারীর প্রতি অনন্ত দিনের শ্রদ্ধা জানাই। সুস্থ সুন্দর নির্মল মানবতা বোধ সবার মাঝে
চিরজাগ্রত থাকুক। নারী পুরুষ উভয়ই হোক পারষ্পরিক সুখস্পন্দন।
শুভেচ্ছা জানবেন বোন সাজিয়া আফরিন!
loading...
অনেক ধন্যবাদ শরীফ ভাই। খুশি হলাম সুন্দর মন্তব্যে। সালাম নিন।
loading...
পাঠে ভাললাগা রেখে গেলাম প্রিয় কবি শাকিলা তুবা। চমৎকার উপস্থাপন। শুভ কামনা আপনার জন্য।
loading...
ধন্যবাদ কবি রানু আপা। আমি সাজিয়া আফরিন। কবি শাকিলা তুবার প্রতিও আমার সম্মান।
loading...
আমার সবটুকু প্রেম তোমায় দিলাম
তোমার সবটুকু প্রেম আমায় দিও
এসো কাঁধে কাঁধ মিলিয়ে স্বর্গ গড়ি
এসো পাশাপাশি পথ চলি …
অসাধারণ উপস্থাপনা। সুন্দর লিখেছেন প্রিয়কবি।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
loading...
সাথে এবং পাশে আছি কবি ভাণ্ডারী দা। সালাম নিন।
loading...