ভালো থাকবার চিঠি

কখনো কখনো হয়তো তুমিও খুব করে চাও আবার সেই দিনটায় ফিরে যেতে যেখানে তোমার আর আমার প্রথম কথা, প্রথম পরিচয়,
হয়তো তুমিও ঘুম ভেঙ্গে গেলে কোন কোন রাতে নীরবে ফিরে যাও সেই প্রথম চোখে চোখ রাখার সময়টাতে।
নিজের অজান্তেই হয়তো কখনো থমকে দাঁড়াও, নিজের শরীরে অনুভব করো আমার স্পর্শকে,
অথচ সেই সময় সেই বিকেল কোনটাই আর ধরা দেবেনা তোমার হাতে আমাদের হয়ে।
সারাজীবন একসাথে পথ চলার কথা বলে হাত ধরে তারপর মাঝ পথে এসে যখন হাত ছেড়ে দিলে,
তখনও হয়তো তুমি ভাবোনি এরপর কখনো কোনদিন আমাকে তোমার খুব বেশি মনে পরবে।
হয়তো ভেবেছো সব ভুলে যেতে পারবে, নতুন করে কারো সাথে শুরু করবে সর্ম্পূর্ণ নতুন এক প্রেমোপাখ্যান,
অথচ সময়ের ব্যবধানে হয়তো এখন তুমি বুঝে গেছো একটা হৃদয়ে বারবার আসেনা শুভ্র শিহরণ।
অথচ দেখো আমি এখন এসবের কিচ্ছু অনুভব করিনা এসবের কিচ্ছু ভাবিনা এখন,
আমি সবকিছু ফেলে এসেছি মাঝপথ থেকে একা একা মাথা নিচু করে ফিরবার সময়।
এখন কোন অনুভব হয়না আমার, হয়তো হয় তবে যান্ত্রিক মনে কোনকিছু ধরা দেয়না,
হয়তো আমারও কোথাও তোমার জন্য ভীষণ দূর্বলতা আছে তবে সব ঢাকা পড়ে আছে তাই ওসব উঁকি দেয়না আর।
.
১৩/০৫/২০২১

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
ভালো থাকবার চিঠি, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৬-০৪-২০২২ | ২২:৫৬ |

    সময়ের ব্যবধানে তুমি বুঝে গেছো; একটা হৃদয়ে বারবার আসেনা শুভ্র শিহরণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ১৭-০৪-২০২২ | ৯:৪১ |

    খুব সুন্দর এক অনুভব প্রকাশ কবি দা

    GD Star Rating
    loading...
  3. নিতাই বাবু : ১৭-০৪-২০২২ | ১২:১৩ |

    সুন্দর একটা কবিতা পড়লাম। কবির জন্য শুভকামনা থাকলো। 

    GD Star Rating
    loading...