তুমি যদি কখনো আমার পাশে না থাকো তবে আমার ভোরগুলো নীরস হয়ে যাবে,
আমার আঙিনায় আর কোন ফুলই ফুটবেনা, আমার দুয়ারে আসবেনা বসন্ত।
তুমি যদি আমাকে আর নাম ধরে না ডাকো তবে পৃথিবীর সব সুর বদলে যাবে বিশ্রী শব্দ দূষণে,
পাখিদের গানগুলো সব বজ্রধ্বনির মতো এলোপাথাড়ি ডেকে যাবে।
তুমি যদি আমাকে কাছে না ডাকো তবে সবগুলো মেঘ একে একে সরে যাবে সুদূর অন্তরালে,
এই সুন্দর আকাশের সবকটি নক্ষত্রের পতন হবে হঠাৎ অবলীলাক্রমে।
তুমি যদি আমার দিকে কখনো চোখ তুলে না তাকাও তবে এই সমস্ত আলোর বিচ্ছুরণ থেমে যাবে,
মুহূর্তেই অন্ধকারে বদলে যাবে পুরো পৃথিবীর আকাশ, অদৃশ্য হয়ে যাবে সব সৌন্দর্য।
আর তুমি যদি আমাকে নির্মল নিঃস্বার্থ ভালোবাসা দাও তবে মৃত্যুর পরোয়ানা ছিঁড়ে ফেলে আমি পাবো অমরত্বের স্বাদ,
এই নশ্বর পৃথিবীতেই হবে আমার অনন্ত স্বর্গলাভ।
.
০৪/০৪/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
"তুমি যদি আমাকে নির্মল নিঃস্বার্থ ভালোবাসা দাও তবে মৃত্যুর পরোয়ানা ছিঁড়ে ফেলে আমি পাবো অমরত্বের স্বাদ, নশ্বর পৃথিবীতেই হবে আমার অনন্ত স্বর্গলাভ।"
loading...
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি…
loading...
শুভ সকাল মি. মাসুদুর রহমান (শাওন)।
loading...
অনন্য ভাবনার অনুপম কাব্যালঙ্কৃত ।
loading...
ধন্যবাদ…
loading...