বৈপরীত্য

এবেলায় আমি খুব ভীষণ রকমের শান্ত প্রভাতের আকাশের মতো,
তবে ভিতরের অবস্থা ঠিক বিপরীত যেন বৈশাখী ঝরো প্রস্তুতি প্রতিক্ষণ।
আমার বাহিরে মাতাল করা পারফিউমের সে কী অপূর্ব ঘ্রাণ,
অথচ ভিতরে কী উপচে পরা ভ্যাপসা উৎকট গন্ধ।।
.
এইতো বেশ লাগে আমায় চোখে সানগ্লাস, হাতে ঘড়ি, নতুন মডেলের টি’শার্টে,
তবে ভেতরে এক উলঙ্গ বিশ্রী রকমের আমি রয়ে গেছে।
আমার বাহিরটা দেখে যে কেউ অনায়েসেই বলে উঠবে কী দারুণ টলটলে মুখ,
অথচ ভিতরে যদি কেউ দেখে তবে নির্বাক হয়ে যাবে, চোখের অন্ধত্ব কামনা করবে মুহূর্তেই।।
.
বাহিরে আমার কী নির্মল স্বচ্ছতা, ঝলমলে আলোক সভা যেন জোৎস্না ঝরে,
অথচ ভিতরে কোটি বছরের দাগ কাটা ভাঙ্গা কাঁচের স্তুপ বহন করে চলেছি।
হাতের তালু, কব্জি, আঙুল, পা থেকে মাথা অবধি কী দারুণ ফর্শা রঙের প্রলেপ দেয়া,
অথচ ভিতরে কী স্পষ্ট অন্ধকার যেমন চোখহীন কোন মানুষের কাছে পৃথিবীর রূপ।।
.
আমার বাহিরে মুখরিত বসন্ত, কচি ডোগার সে কী অনিন্দ্য নৃত্য পুরোটা জুড়ে,
অথচ ভিতরে এক বিষণ্ণ বিমর্ষ বিষাদে ঢাকা আকাশ, খরায় চৌচির ফাঁটা জমি।
নেই কোন ভালোবাসা, কারো ভেজা আবেগ, তীব্র উষ্ণতায় জড়িয়ে থাকা ছোঁয়ার সামান্য প্রয়োজন এ আমার বাহিরের বক্তব্য,
অথচ কী দাবী নিয়ে প্রতিক্ষণ আর্তনাদ করে ভিতরের সেই আমিটা তা কেউই জানেনা, কখনো জানেনি, জানবেওনা।।
.
২৯/১০/২০১৮

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. আলমগীর সরকার লিটন : ২৩-০৮-২০২০ | ১৬:৪১ |

    বেশ অনুভূতির প্রকাশ অনেক শুভেচ্ছা রইল কবি দা

    GD Star Rating
    loading...
  2. নিতাই বাবু : ২৩-০৮-২০২০ | ২০:৫৩ |

    কবির ভাবনার জয় হোক। শুভকামনা থাকলো।

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ২৩-০৮-২০২০ | ২২:২৪ |

    নন্দিত অনুভূতি চলনসই প্রকাশ 

    GD Star Rating
    loading...
  4. মুরুব্বী : ২৪-০৮-২০২০ | ৯:২৬ |

    কবিতার জন্য শুভেচ্ছা জানবেন কবি। শুভ সকাল।

    GD Star Rating
    loading...