ক্ষীরের মতো নরম মাটিতে রুয়ে দেয়া গোলাপের চারাগাছটা,
একদিন যৌবনে ভরে দেবে শতশত ফুলের ঘ্রাণে পুরোটা আঙিনা।
সুপারির ভরে নুয়ে যাবে একদিন তার সদ্য গজানো চারাটিও,
তারপর একদিন মরে যাবে এমন করে রুয়ে দেয়া সবকটি চারা।।
.
গ্রীষ্মের তাপদগ্ধ মাটি; উনুনের মত জ্বলবে তীব্র যন্ত্রণায়,
একদিন তারপর বর্ষায় ধুয়ে যাবে তার বুক; ক্ষয়ে যাবে কিছুটা।
এই যে নদী; কত জোয়ার/ভাটা, ভাঙ্গা/গড়া প্রতি মৌসুমে মৌসুমে,
থেমে যাবে একদিন মানুষ খাওয়া এই জলেদের ঢেউয়ের আন্দোলন।।
.
হাতের তালুতে লেখা ভালোবাসার ফুটে উঠা নামটিও,
একদিন মুছে যাবে হৃদয় থেকে; অনুভূতিরা হয়ে যাবে দৃষ্টিহীন।
বইয়ের পাতায় লেখা যত ইতিহাস; যত কবিতাচক্রের ছন্দ,
তাও একদিন মুছে যাবে, রবেনা তার অভিভাবকেরা।।
.
আকাশের এত ভরাট নীলের বুক; সাদা অথবা কালো রঙের মিছিল,
ঝরে যাবে কান্নার ঘোর লাগা দুপুরে; সন্ধ্যায়; রাতে কিংবা অন্যসময়।
হিমালয়ে জমা বরফের গভীর ঘন আস্তরণ; হীম শিশির,
সবকিছু হয়ে যাবে কোন একদিন আপন পরিচয় হারা।।
.
দু’চোখের কোণে বাসা বেঁধে জমা সকল স্বপ্নেরাও,
হঠাৎ একদিন ভেঙ্গে যাবে যেন মনে হবে স্বপ্ন কী জানতাম না কখনো।
এই পৃথিবীর সবকিছু, এই আমরা, আমাদের যাকিছু আছে,
এসব কিছুই রবেনা কোন একদিন, কিছুই রবেনা জেনো।।
.
০২/১১/২০১৮
ছবি: গুগল থেকে
loading...
loading...
পূর্ণ কবিতার উপলব্ধি অনুভব করলাম প্রিয় কবি। আপনার জন্য শুভেচ্ছা।
loading...
ধন্যবাদ রইলো মুরুব্বী…
loading...
এক নিপুণ নির্মাণ! ভালো লাগা অশেষ।
loading...
ধন্যবাদ রইলো প্রিয়…
loading...
বেশ আবেগময় প্রকাশ কবি দা
loading...
ধন্যবাদ রইলো…
loading...