পুরোটা শূন্যতা

আমার মুঠোভরতি শূন্যতা,
দেহের উপর, নিচ, চারপাশ,
প্রবলভাবে ঘিরে রেখেছে শূন্যতা।
আমার ডান, বাম, এপাশ ওপাশ পুরোটাই,
আবদ্ধ রেখেছে শূন্যতার দেয়াল।।
.
মাথার উপরের ছাদ, পায়ের নিচের জমি,
আমার অবস্থান, প্রস্থান,
পুরোটা জুড়েই মাতম করছে শূন্যতা।
এখানে ওখানে যেখানে আমার আঙুল রাখি,
সেখানেই জন্ম নেয় শূন্যতার বিষফোঁড়া।।
.
আমার চোখজোড়া ভরতি শূন্যতার দৃষ্টিতে,
আমার কবিতার পঙক্তি, শব্দ আর কাগজে,
শূন্যতার ছন্দময় উথান পতন।
জাগরণ, স্বপন, ভালোবাসা, আবেগ, অনুভব,
সবটুকু হিসেব বেহিসেব জুড়ে কেবলই শূন্যতা।।
.
৩০/১০/২০১৮
#StayAtHome #StaySafe

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ১২-০৬-২০২০ | ৫:৩২ |

    অসাধারণ প্রকাশ

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১২-০৬-২০২০ | ১০:৫৮ |

    শূন্যতার ছন্দময় উথান পতন।
    জাগরণ, স্বপন, ভালোবাসা, আবেগ, অনুভব,
    সবটুকু হিসেব বেহিসেব জুড়ে কেবলই শূন্যতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  3. এম. হুমায়ূন কবির : ১২-০৬-২০২০ | ১১:৩৩ |

    শুন্যে ভর করে যেতে হবে বহুদূর

    থামালে হবে না যেতেহবে অচিনপুর।      

    GD Star Rating
    loading...