ভালোবাসাহীন

ভালোবাসাহীন কেটে গেছে পৌষের কত নির্জন সন্ধ্যা,
কত পাখি হারিয়ে গেছে এমনই সন্ধ্যায় কুয়াশার অন্ধকারে।
চোখ মেলে দেখেছি দূরের আকাশে কত নক্ষত্রের নিভে যাওয়া,
এমনই পৌষের সন্ধ্যায়, কুয়াশার মৃদু মৃদু অন্ধকার হয়ে গেলে ঘন।।
.
ভালোবাসাহীন কেটে গেছে কত বিষণ্ণ দুপুর বেলা,
কত ক্লান্তিরা ভর করে নেমেছে সোনালী রোদের শরীর।
দেখেছি কত চৈতির হাওয়া উড়ে যেতে দূরে দিগন্তের পরে,
কত ভাঁটফুল ঝরে গেছে অজানায় অনাদরে ভালোবাসাহীন।।
.
কত মাঝরাতে বর্ষা ছুঁয়ে গেছে তোমার ছোঁয়াহীন এই অতৃপ্ত ঠোঁট,
মৌন কান্নার জল জমেছে বুকের ভিতর কালো মেঘের মতন।
বুঝে গেছি কত একা এই হাত, বিষাদের স্রোতে ঠাসা এই যন্ত্র দেহ,
ভালোবাসাহীন কেটে গেছে কত কদমের ঘ্রাণ, আহত আষাঢ়।।
.
কেবল তুমিহীনা আলোর সকাল চলে গেছে কত যে একলা নিথর হয়ে,
ঘুমের নেশায় প্রজাপতির ডানা, শালিকের গান থেমেছে কেবল।
দেখেছি স্পর্শ করে সহস্র দূর্বার বুকে নামেনি শিশির,
ভালোবাসাহীন এমনই সহস্র ভোরে, ভেঙ্গেছে কেবল ব্যাকুল স্বপন।।
.
তুমিহীনা কেটে গেছে পলাশ আর পাতা ঝরা কত বসন্ত বিকেল,
হাওয়ার বুকে শুকেছি কত পোড়া গন্ধ, ছুঁয়েছি প্রত্যাখাত দুটি হাতে।
শূন্য হাতে তোমাকে ছোঁবার ক্লান্ত নেশায় ঘুরেছি কেবল কত যে পথ,
ভালোবাসাহীন এমনই আগুন বুকে ধরে জ্বলছি কেবল দগ্ধ হয়ে।।
.
২২/০২/২০২০
#StayAtHome #StaySafe

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-০৫-২০২০ | ২০:৫৯ |

    আপনার কবিতায় স্বতন্ত্র সৌন্দর্য্য লক্ষ্য করি। পড়তে বেশ লাগে। শুভেচ্ছা রইলো কবি। Smile

    GD Star Rating
    loading...