অভিমান

আমি এখন জ্যোৎস্নার কথা ভাবি না!
জোনাকির কথা ভাবি না! বৃক্ষের কথা ভাবি না!
পাখপাখালিদের কথাও ভাবি না!
বাতাসের কথা ভাবি না! নদীর কথা ভাবি না!
স্রোতের কথাও ভাবি না!
তারা কে কেমন আছে, কেমন চলছে, ভালো মন্দ কিচ্ছু জানিনা!
আমি এখন কারো কথাই ভাবি না!

আমি এখন বন্ধ রাখি চোখ!
নগরে নগরে যা হবার হোক!
নগরের অলিগলিতে যার যেমন ইচ্ছে চলুক!
যেমন ইচ্ছে বলুক!
নগরে ফুল ফুটুক আর নাইবা ফুটুক!
প্রজাপতি আসুক আর নাইবা আসুক!
আমি কিচ্ছু বলবো না, কিচ্ছা না!

স্রোত যেদিক ইচ্ছে সেদিক যাক!
বাতাসও যেদিক ইচ্ছে সেদিক যাক!
উড়িয়ে নিক সবটুকু সভ্য বাতাস!
আর চেয়ে দেখুক ঐ দূর আকাশ।

আমি এখন কারো কথাই ভাবি না!
ময়লা চাদরের কথা! এবং ফর্শা সার্ট,
আর হরেক রংচঙে আঁকা রংতুলির আর্ট ,
এসব কিচ্ছুই ভাবি না!

সভ্যতা এখন অশ্লীল বাতাসে যতো ইচ্ছে উড়ুক!
শুদ্ধ জলে কেউ স্নান করুক আর নাইবা করুক!
আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না!

যার খুশি হাঁসুক, যার বেদনা সে কাঁদুক!

এভাবেই চলুক যেমন ইচ্ছে তেমন এই বিশ্বকোষ!
তোমরা চাইলেই দিতে পারো আমায় দোষ,
তবু কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না !!!!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২০-০৪-২০১৮ | ২৩:১৭ |

    'স্রোত যেদিক ইচ্ছে সেদিক যাক!
    বাতাসও যেদিক ইচ্ছে সেদিক যাক!'

    আমরা আবারও একত্রিত হই। স্বাগতম প্রিয় কবি মি. মোঃ সাহারাজ হোসেনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

     

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২১-০৪-২০১৮ | ০:২১ |

    খুবই ভাল হয়েছে কবি দা। অনেকদিন পর আপনার লেখা পড়লাম। অভিনন্দন।

    GD Star Rating
    loading...
  3. সোহেল আহমেদ পরান : ২১-০৪-২০১৮ | ১০:২৩ |

    অভিমানী কথা ভালো লেগেছে সাহারাজ।

    শুভেচ্ছা।

    GD Star Rating
    loading...
  4. চারু মান্নান : ২১-০৪-২০১৮ | ১২:৪১ |

    কবি এখন অভিমানে পুড়ছে,,,,,,,,,,,,,,,,,,,,,

    নতুন বছরের ভালোবাসা কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  5. আলমগীর সরকার লিটন : ২৩-০৪-২০১৮ | ১০:৩০ |

    সবই মনে রাখতে হবে সবাই আপন তবু কষ্ট পায় কবি

    অনেক শুভ কামনা জানাই————-https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...