আমি এখন জ্যোৎস্নার কথা ভাবি না!
জোনাকির কথা ভাবি না! বৃক্ষের কথা ভাবি না!
পাখপাখালিদের কথাও ভাবি না!
বাতাসের কথা ভাবি না! নদীর কথা ভাবি না!
স্রোতের কথাও ভাবি না!
তারা কে কেমন আছে, কেমন চলছে, ভালো মন্দ কিচ্ছু জানিনা!
আমি এখন কারো কথাই ভাবি না!
আমি এখন বন্ধ রাখি চোখ!
নগরে নগরে যা হবার হোক!
নগরের অলিগলিতে যার যেমন ইচ্ছে চলুক!
যেমন ইচ্ছে বলুক!
নগরে ফুল ফুটুক আর নাইবা ফুটুক!
প্রজাপতি আসুক আর নাইবা আসুক!
আমি কিচ্ছু বলবো না, কিচ্ছা না!
স্রোত যেদিক ইচ্ছে সেদিক যাক!
বাতাসও যেদিক ইচ্ছে সেদিক যাক!
উড়িয়ে নিক সবটুকু সভ্য বাতাস!
আর চেয়ে দেখুক ঐ দূর আকাশ।
আমি এখন কারো কথাই ভাবি না!
ময়লা চাদরের কথা! এবং ফর্শা সার্ট,
আর হরেক রংচঙে আঁকা রংতুলির আর্ট ,
এসব কিচ্ছুই ভাবি না!
সভ্যতা এখন অশ্লীল বাতাসে যতো ইচ্ছে উড়ুক!
শুদ্ধ জলে কেউ স্নান করুক আর নাইবা করুক!
আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না!
যার খুশি হাঁসুক, যার বেদনা সে কাঁদুক!
এভাবেই চলুক যেমন ইচ্ছে তেমন এই বিশ্বকোষ!
তোমরা চাইলেই দিতে পারো আমায় দোষ,
তবু কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না !!!!!
loading...
loading...
'স্রোত যেদিক ইচ্ছে সেদিক যাক!
বাতাসও যেদিক ইচ্ছে সেদিক যাক!'
আমরা আবারও একত্রিত হই। স্বাগতম প্রিয় কবি মি. মোঃ সাহারাজ হোসেন।
loading...
খুবই ভাল হয়েছে কবি দা। অনেকদিন পর আপনার লেখা পড়লাম। অভিনন্দন।
loading...
অভিমানী কথা ভালো লেগেছে সাহারাজ।
শুভেচ্ছা।
loading...
কবি এখন অভিমানে পুড়ছে,,,,,,,,,,,,,,,,,,,,,
নতুন বছরের ভালোবাসা কবি
loading...
সবই মনে রাখতে হবে সবাই আপন তবু কষ্ট পায় কবি
অনেক শুভ কামনা জানাই————-
loading...