ইহুদী নাসার হাতে যখন
মুসলিমের হয় রক্তপাত!
তখনো কি বলবে তোমরা
মুসলিম সন্ত্রাসীর জাত?
আজ যদি মুসলিমের হাতে
বিধর্মীর হতো রক্তপাত!
তখন বিশ্ববাসীর বকবকানি তে
বেড়ে যেতো উৎপাত!
মজলুল মুসলিম বারে বারে যখন
বর্বরতায় হয় কুপকাত?
তখন বিশ্ব বিবেক ঘুমিয়ে কেনো
মুসলিমের যায় কালো রাত?
আফসোস! তবুও মোদের বলে
সকল সন্ত্রাসী কর্মকাণ্ডে নাকি
কেবল মুসলিমের হাত?
বিশ্ব জুড়ে অপপ্রচার চলে
মিডিয়া করে পক্ষপাত!
শান্তিপ্রিয় মুসলিম যুগে যুগে
ভালোবেসেছে যে কেতাব,
অবশেষে জুটলো তাদের
জঙ্গি নামের খেতাব !
আর নয় অপবাদ ,এবার জাগ
দে সকলে জ্বিহাদের ডাক।
রক্ত যখন চায় রক্ত
জুলুম যখন চায় জুলুম!
দুনিয়ার দিকে দিকে
জেগে উঠ মজলুম।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মুসলিম অথবা মুসলিম বিশ্ব মূলত অভিভাবকহীন।
loading...