ভাল্লাগেনা আর

ভাল্লাগেনা আর!
চারিদিক এতো আহাজারি! এতো কান্না!
এতো রক্ত! এতো বর্বরতা!
কিযে করি! কিচ্ছু ভাল্লাগেনা!
তাকালেই দেখি ক্ষুদায় কাতর কতো বৃদ্ধ লোক,
আকাশসম দুঃখ বুকে নির্বাক চোখ!
ভাল্লাগেনা আর…! কিচ্ছু ভাল্লাগেনা!!

বিপদ-আপদে আশ্রয়দান করে যিনি রাখতেন সদা নিরাপদ,
আজ তাকালেই দেখি বৃদ্ধাশ্রমে জনমদুখিনী মায়ের বিপদ!

সেই মর্মান্তিক কষ্ট……..!!!!!
আমার ভাল্লাগেনা আর! কিচ্ছু ভাল্লাগেনা!
এখন ভালোবাসার নগরে কেবল আগুন আর আগুন!
ভালোবাসার হাতে হাতকড়া আর হাতকড়া!

আজকাল ভালোবাসার দাম বেড়ে গেছে!
কেউ দিতে চায়না!
সবাই কিছু একটার বিনিময়ে দিতে চায়,
এমনি এমনি না!
অবহেলিত ভাবে যদি চলতে থাকে দিন, পথে-ঘাটে, হাট-বাজারে,
রাতে দিনে, মাসের পর মাসে,
বছরের পর বছর, কতো চলবে এভাবে আর?
ভালোবাসার বাজারে কি উঠবেনা আলোয় ভরে?
ভালোবাসা ছাড়া এভাবে কতো প্রাণ যাবে ঝরে?

তোমরা এতো নিরব কেনো?
কেউ কিছু একটা বলো?
উঠো এবার আলসেমি ছড়ে,
অন্তত কিছু একটা করো?
এভাবে আর কতোদিন বধির হয়ে থাকবে?
আমার ভাল্লাগেনা আর! কিচ্ছু ভাল্লাগেনা!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৯-০৭-২০১৭ | ৭:৩২ |

    কবিতার বিষণ্ণ অনুভূতি পাঠক হৃদয়কেও ছুঁয়ে দিয়ে যায়।
    শুভ সকাল কবি। ভালো থাকুন। ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
  2. আদেল পারভেজ : ২৯-০৭-২০১৭ | ১২:৪০ |

    সত্যি আর ভাল্লাগেনা কবি। আমাদের বিবেক কবে জাগ্রত হবে সি ভাবনায় আমার আর ভাল লাগেনা। শুভেচ্ছা রইলো।

    GD Star Rating
    loading...