পোড়া মুখ, জননীর শোক,
আর রক্তমাখা কতগুলো শার্ট!
এসব আজ একেকটি শিল্প!
একেকটি রংতুলির আর্ট!
এসবের কথা ভুলে যাও!
এখন দেখো, কি করে ইতিহাস ইতিহাসের গলাটিপে হত্যা করে!
সেকি নির্মম হত্যা!
বিস্ময়কর অত্যাচার!
খুন, গুম , লুণ্ঠন!!!
এসবের কথা ভুলে যাও!
এসব আজ একেকটি শিল্প!
শিল্পকাররা এখন একেকজন ইতিহাসবিদ ,
ইতিহাসের কারখানায় একেকটি ইতিহাস ভিন্ন ভিন্নভাবে তৈরি করে!
কালের ইতিহাসের পাতা উল্টে-পাল্টে
আঁকে ভিন্ন এক ছবি!
এভাবেই ইতিহাসের ইতিহাস জন্ম।
আর এভাবেই হলো চরিধিক অন্ধকার! ধূসর অন্ধকার!
এখন আলোর সর্দার কেবল অন্ধকার,
ইচ্ছে মতো সে আলো গিলে গিলে খায়!
জব্দ করে আলোর অলিগলি,
আর হয়ে উঠে এসব আজ একেকটি শিল্প!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এই শিল্পের কারু প্রক্রিয়া কতদিন চলবে জনগনের উপর বিধাতাই জানেন।
কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি। শুভ সকাল।
loading...
অনবদ্য কবির মিথ ছুঁয়ে গেল,,,,,,,,,,,,,
loading...
এসে গেলাম শব্দনীড়ে। আপনাকে পেয়ে ভালো লাগল।
loading...