হে যুবক সম্প্রদায়,,,,
ক্ষনিক সময় পেয়ে
ভুলে গেলে প্রভুকে,
জেনা ব্যভিচারে লিপ্ত
ভয় নেই কি বুকে?
সারাদিন দু-চোখ দিয়ে
দেখো অশ্লীল ছবি,
কেটে যায় দিনরাত
উদয় হয় রবী।
হাত, পাও দিয়েও
করছো তুমি জেনা!
মুখে, অস্তরে, ভাবনায়
জেনা করে আনাগোনা।
পাপের সমুদ্রে তুমি
হারিয়ে হাবুড়ুবু খাও!
পাপ করতে লাগে ভালো
তাই তো, করে বেড়াও!
মন খারাপ হলেই
মদ্যপানে লেগে যাও!
মাতাল হয়ে ভকভক করে
শান্তি নাকি পাও।
গানবাজনা, সেক্স, নাচ
করো আরও কতো কি?
বিস্ময়কর বিশ্ব জুড়ে
হরেক ঘটনাবলী দেখি!
হে যুবক সম্প্রদায়,,,,
তোমার দৃষ্টি-শক্তি
কি কাজে করছো ব্যয়?
বিবেক, মনুষত্ব থেকেও
কেনো করো অন্যায়?
হাত, পাও, অঙ্গ-প্রত্যঙ্গ
পুরো দেহটা যে পাপিষ্ঠ!
তোমার খেয়ালখুশির আনুগত্য
করতে করতে হলে পথভ্রষ্ট!
ফিরে এসো, ফিরে এসো
তোমার রবের কাছে,
যত-সব পাপসমুহ
দয়াময় দিবেন মুছে।
ফিরে এসো, ফিরে এসো।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ফিরে এসো, ফিরে এসো।
* কি দারুন এ আহ্বান ! শুভ কামনা কবি !
loading...
জাজাকাল্লাহ খাইরান।
loading...
শুকরান শুকরান !
loading...
সত্য আবাহন। সবাই ই ফিরে আসুক সত্য এবং সুন্দরের পথে।
loading...