এখন সময়ের সাথে আমার তুমুল সংঘর্ষ হয়,
সকাল হতে না হতেই সন্ধ্যা, সন্ধ্যা হতে না হতেই গভীর রাত, তখন আমার ভাবনাগুলো একত্র করে সময়ের সাথে যোগফল কষি। আর বিয়োগ, ভাগ পূরণ, এসব আমার আয়োত্বে নেই!
কেবল যোগফল একটু-আধটু পারি, তাও মাঝেমধ্যে ভুল করে বসি গণ্ডমূর্খের মতো,
হিসেব কষে কষে যেন তালমিল পাই না!
এদিক দিয়ে সময়ের সাথে আমার তুমুল সংঘর্ষ আর সংঘর্ষ, কেবল সংঘর্ষ গাঢ় থেকে গাঢ়তর হতে থাকে।
ঘড়ির কাঁটায় বিস্ফোরণের মতো একেকটি শব্দ এখন আমার হৃদয় ভেদ করে!
যেন পাঁজরের রক্ত পুঁজ জমাঠ হয়ে গেছে!
যে জীবন পাড়ি দিয়ে এসেছি, সে কালের সমস্ত সময় তছনছ করেছি!
এ যেন নিজের পায়ে নিজেই কুড়োলের আঘাত!
একটা সময় ছিলো- সময়ের সাথে আমার খুব গাঢ় ভালোবাসাবাসি,
সেই সমস্ত সময় উইপোকারা খুঁড়ে খুঁড়ে খায়, সুড়ঙ্গ করে।
আর এখন সময়ের সাথে আমার তুমুল সংঘর্ষ!
এখন আমার রাত কেবল অন্ধকারে ঘেরা,
যৌবন ভরা টগবগে যে নদীগুলো ছিলো, সময়ের ছলবলে সে-সব নদী শুকিয়ে গেছে!
এখন আমার নদীগুলো নিরাপত্তাহীন!
কখন কে হানা দেয়, কোন দখলদার দখল করে কে যানে?
loading...
loading...
“…এখন সময়ের সাথে আমার তুমুল সংঘর্ষ!”
এই একটিমাত্র লাইন ই পাঠককে ভাবনায় ফেলতে যথেষ্ট। চমৎকার! শুভেচ্ছা রইলো।
loading...
শুভেচ্ছা প্রিয় কবি মোঃ সাহারাজ হোসেন। শুভ সন্ধ্যা।
loading...