শুদ্ধতার সাথে জন্মেছি আমি,
সবাই শুদ্ধতার সাথে জন্মেছে।
কারো কোনো পাপের চিহ্ন ছিলো না,
কোনো ভুলত্রুটি ও ছিলো না,
নিষ্পাপ ভাবে প্রত্যেকটি প্রাণ ধীরেসুস্থে বড় হচ্ছে।
তারপর আমি এবং সবাই ছুটে চললাম ভুলের মাঝে! ভুল নদীর স্রোতে,
শুদ্ধ অশুদ্ধ হয়ে গেলো।
কেউ ইচ্ছে করে অশুদ্ধের মাঝে পা বাড়িয়েছে!
কেউ ভুল করে অশুদ্ধের মাঝে পা বাড়িয়েছে!
কেউ আবার যাচ্ছি যাবো এমন গড়িমসি করে হারিয়েছে পথ!
কেউ আবার শুদ্ধতার সাথে থাকবে বলে করেছিল শপথ।
সময় যাচ্ছে চলে, অথচ কারো কোনো প্রতিক্রিয়া নেই একবিন্দু শুদ্ধ হবার,
কেবলি সময়ের সাথে গড়িমসি করে পার করে দিচ্ছে জীবন, নষ্ট করছে সময়!
সবাই যেন ভুলে গেছে, ঐ পাড়ে আমাদের আরেকটি জীবন আছে,
সবাই যেন এখন রঙিন চোখে চকচকে রংবেরঙের স্বপ্ন ঘাঁটাঘাঁটিতে ব্যস্ত,
সবাই যেন ঐ খেয়াঘাটে পারাপার ভুলে যাওয়া নৌকার মতো হয়ে গেছে!
আহা, আমাদের শুদ্ধ জীবন এখন অশুদ্ধ পথের স্রোতে মগ্ন,
শুদ্ধতার সাথে যাচ্ছি যাবো যাচ্ছি যাবো এমন আর কতো গড়িমসি করবো?
loading...
loading...
“সময় যাচ্ছে চলে, অথচ কারো কোনো প্রতিক্রিয়া নেই একবিন্দু শুদ্ধ হবার,
কেবলি সময়ের সাথে গড়িমসি করে পার করে দিচ্ছে জীবন, নষ্ট করছে সময়!”
___ আসলেই তাই।
শুদ্ধতার সাথে যাচ্ছি যাবো যাচ্ছি যাবো এমন আর কতো গড়িমসি করবো?
loading...
সবাইকে আল্লাহ্ শুদ্ধ হবার তাওফিক দান করুক। আমীন।
loading...
আল্লাহ আপনি মহান। আপনি সবাইকে হেফাজত/হেফাজৎ করুন। পরিশুদ্ধতা চাই। পোষ্ট দাতাকে আন্তরিক ধন্যবাদ জানাই সুন্দর পোষ্টের জন্য।
loading...
অশেষ কৃতজ্ঞতা
loading...