তীক্ষ্ণ দৃষ্টি

সুন্দরী নারীর কাছে কে না হার মানে?
আমিও তাই!
তাই-তো বহুবার ভেবে ভেবে সিদ্ধান্ত নিলাম— এখন থেকে আমার সমস্ত দুঃখের এক ইঞ্চি জমিও আর অনাবাদী রাখবো না,
দুঃখের ভাগবাটোয়ারা দুজন মিলেই করবো,
সুখ দুঃখ মিলেমিশে পরিপূর্ণভাবে হবে পূর্ণাঙ্গ একটা সংসার।

কিন্তু কই আর হলো?
ভুল সিদ্ধান্তগ্রহণ করলাম!
ওই সুন্দরী নারীর তীক্ষ্ণ দৃষ্টিপাতে নিঃশেষ করলাম নিজেকে!
এখন কেবলমাত্র স্তব্দতা আমার সঙ্গী!
এই স্তব্দতা কেবলমাত্র আমার সঙ্গী নয়,
আরও বহু সুপুরুষকেও স্তব্দ করেছে সেই তীক্ষ্ণ দৃষ্টি!

আমি কতবার যে দেখেছি,
সেই সুন্দরী নারীরা ঊরুভুরু শরীর দেখিয়ে কতো সুপুরুষ যোদ্ধাদের নিঃশব্দে নিঃশেষ করতে!
তীক্ষ্ণ দৃষ্টিপাতে স্তব্দ করেছিল তাদের সমস্ত হৃদয়! ক্ষতবিক্ষত হয়ে অজস্র দীর্ঘশ্বাস! আর বেদনা ভরা হা-হা-কার দেখেছি!
সেই ক্ষতের চিহ্ন আমাকেও স্তব্দ করে দেয় এখনো!
কতো ভবিষ্যৎ যে অকাতরে ঝরে গেছে!
তা কেবল আমার অন্তরাল যানে।

কতো ইতিহাস জন্মেছিল
সেসব ইতিহাস গুপ্তই রয়েগেছে।

আমার মতো আরও কতো সুপুরুষের মুখে বলতে শুনেছি,
তাদেরও সমস্ত হৃদয় জুড়ে এক ইঞ্চি জমিও আর অনাবাদী রাখবে না,
অথচ তারাও ……..!!!!!!!!
আমি সেই সর্বনাশ দেখেছি
সেই দীর্ঘশ্বাস দেখেছি!
সেই হা-হা-কার ও দেখেছি!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ৩০-০৩-২০১৭ | ২৩:২৯ |

    কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস,
    আমি বলি আমার সর্বনাশ।
    কেউ বলে দখিনা কেউ বলে মাতাল বাতাস
    আমি বলি আমার দীর্ঘশ্বাস।
    কেউ বলে নদী কেউ তটিনী,
    কেউবা নাম দিয়েছে নাম তরঙ্গিনী
    আমিতো তাকে কোনো নামে ডাকিনি –
    সে যে আমার চোখেই জলোচ্ছাস।

    youtu.be/_T5T_QxFyl0

    GD Star Rating
    loading...
    • মোঃ সাহারাজ হোসেন : ৩০-০৩-২০১৭ | ২৩:৪০ |

      অসাধারণ লিখেছেন প্রিয় মুরুব্বী ভাই।

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ৩০-০৩-২০১৭ | ২৩:৫৬ |

        অসাধারণ লিখা আমার নয় কবি সাহেব,
        আমি কেবল গীতি কাব্যের উদ্ধৃতি দিয়েছি মাত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

        GD Star Rating
        loading...
  2. সাদিক আল আমিন : ৩০-০৩-২০১৭ | ২৩:৩২ |

    ভালো লাগলো

    GD Star Rating
    loading...
  3. থার্ড আই : ৩০-০৩-২০১৭ | ২৩:৫১ |

    আাসসালামু আলাইকুম।

    আপনি দেখিতেছি একজন নারী বিদ্বেষী লেখক। নারীদের অপমান হয় এমন লেখা লেখিয়া আপনি নিজেকে কতটুকু সন্মানিত করিলেন।

    আপনার কপালে আরো আরো কড়া নারীর আগমন ঘটুক।

    আল্লাহ হাফেজ।

    GD Star Rating
    loading...
    • মোঃ সাহারাজ হোসেন : ৩১-০৩-২০১৭ | ২২:৩৬ |

      ওয়ালাইকুম সালাম।
      আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক।

      আমি আমার সন্মান কমাতে চাই, তাই এইসব আজেবাজে লেখা লিখি।
      ক্ষমমা করবেন আমায়।

      আর অনেক অনেক দোয়া করবেন যেন আমার কপালে কড়া নারীর আগমন ঘটে, তেমন দোয়াই চাই আপনার কাছে।

      GD Star Rating
      loading...