চল পথ

বসে থাকিস না:রে
ওহে অলস পথিক,
একটা না একটা দেখে
খুঁজে নে তোর দিক।

এভাবে বসে থাকলে
যাবে যে বেলা,
ছুটে যা সম্মুখে ওই
দীপ্ত করে খেলা।

চল পথ ওহে পখিক
যাত্রা শুরু কর,
যতো সংশয় করে দূর
নিজের হাল ধর।

দিগন্তে বাড়িয়ে দে তোর
চলার গতিবেগ,
সম্মুখে থাকুক না যতো
সংশয়জনিত মেঘ।

চল পথ ওহে পখিক
যতই রাত্রি নামুক,
হামাগুড়ি দে কাদা পথে
যতই ঝড় আসুক।

এ পথে হয়তো আছে
তোর অনন্ত সম্ভাবনা,
পথে পথে চলতে চলতে
দেখা হবে মুক্তোদানা।

তুই সফল হবিই হবি
রাখ আত্মবিশ্বাস,
দ্বিধা না করে চল পথ
নিয়ে আনন্দ উল্লাস।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০৩-২০১৭ | ১৯:৫৯ |

    চল পথ ওহে পথিক যাত্রা শুরু কর,
    যতো সংশয় করে দূর নিজের হাল ধর।

    ___ প্রগতির কথায় মানুষ উজ্জীবিত হোক এই প্রত্যাশা করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • মোঃ সাহারাজ হোসেন : ২২-০৩-২০১৭ | ২০:০৫ |

      ধন্যবাদ মুরুব্বী ভাই।
      শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।

      GD Star Rating
      loading...
    • মুরুব্বী : ২২-০৩-২০১৭ | ২০:২৩ |

      সালাম এর প্রত্যুত্তর জানবেন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      GD Star Rating
      loading...
  2. ফকির আবদুল মালেক : ২৩-০৩-২০১৭ | ৬:৪৬ |

    বেশ গুছানো হচ্ছে আপনার লেখা।

    GD Star Rating
    loading...