কেউ পেছনে তাকাতে চায়না,
লক্ষ্য তাদের সামনে এগিয়ে যাবার,
পেছনে কে আছে, কে নেই, ফিরে কেউ দেখেনা একবার।
সবাই সবার পথের খোঁজে চলছেই তো চলছেই।
কেউ খাঁদ খুঁড়ে ঝিনুকের ভেতর মুক্ত খুঁজেই চলছে,
কেউ জোনাকির একমুঠো আলো খুঁজছে,
কেউ রং মাখামাখি করে নিজেকে সাজাচ্ছে নানান রঙে,
কেউ রঙের তুলিতে ছবি আঁকছেই তো আঁকছে।
কেউ ডোবা বিল আর পুকুরপাড়ে পদ্মফুল ফোটাতে মত্ত,
কেউ হঠাৎ জেগে উঠছে ঝিমিয়ে পড়া রাত্রির ভেতর।
এই আনমনা মানুষগুলো এভাবেই চলছেই তো চলছেই।
কেউ স্বপ্নের কথা ভাবছে,
কেউ ভবিষ্যতের কথা ভাবছে,
কেউ বলছে, কেউ শুনছে।
কেউ ভুলে গেছে অতীত,
কেউ ভুলে যেতে চেষ্টা করছে,
কেউ এখনো ভুলতে পারেনি!
কেউ এখনো খেতখামারের লকলকে ঘাসের ভেতর লুকিয়ে রেখেছে নিজেকে, কেউ এখনো গায়ে মাখছে সতেজ পাকাপোক্ত ধানের গন্ধ,
কেউ এখনো গোলাপের সুগন্ধি সৌরভের জন্য হা-হা-কার করছে।
এভাবেই একেকজন একাকার হয়ে অাছে রঙের মেলায়।
যেন চলে যাবার কারো কোনো তাড়া নেই,
কারো কোনো প্রস্তুতি নেই,
কারো কোনো ব্যস্ততা নেই।
সবাই যেন ভুলে আছে-কতো নীড়হারা পাখি উড়ে গেছে!
সেসব পাখিরা তো কেউ আর ফিরে আসেনি!
হে আনমনা মানুষ?
চলে যাবার কথা ভাবো!
হে আনমনা মানুষ?
প্রস্তুতি নাও ওই আখিরাতের!
হে আনমনা মানুষ?
নিজেকে ব্যস্ত করো দ্বীনি কাজে।
loading...
loading...
কবিতার প্রথম দিকটা বেশ ভাল হয়েছে। আসলে কবিতা মাধ্যম নয়। কবিতায় আপনি বলতে চাইবেন তা সরাসরি বলা যায় না। শব্দের ব্যবহারে দক্ষতা অর্জন করে চমত্কার উপমার মাধ্যমে বক্তব্য প্রকাশ করতে হয় তবেই জন্ম নেয় একটি স্বার্থক কবিতা। শূভ কামনা রইল আপনার প্রতি।
loading...
আসলে কবিতা প্রচার মাধ্যম নয়।
loading...
জ্বি সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
কৃতজ্ঞতা জানবেন।
loading...
আমরা ধীরে নয় ভালো গতি নিয়েই আনমনা হয়ে পড়ছি।
শুভ সকাল কবি মোঃ সাহারাজ হোসেন। ধন্যবাদ।
loading...
ধন্যবাদ প্রিয় মুরুব্বী ভাই।
শুভ সকাল।
loading...
শুভেচ্ছা নিন কবি।
loading...
শুভেচ্ছা নিলাম।
শুভ কামনা আপনার জন্য।
loading...