শব্দের ভেতর

ধবধবে সাদা খাতায় কাঠপেন্সিল দিয়ে যখন আঁকিবুঁকি করতেছিলাম নানান ধরনের কিছু কঠিন শব্দ,
অর্থ না বুঝার কারণে ক্ষোভে দস্যুর মতো খুন করি প্রত্যেকটি শব্দ!
তখন শব্দগুলোর চিৎকার আমার হৃদয় ভেদ করেনি,
কেবলি কানপেতে ওদের চিৎকার শুনে বারংবার খুন করি!
কারুণ কিছু শব্দের ভার এতোই বেশী মনে হচ্ছে,
যা বহনক্ষমতা আমার নেই!
তাই আর্তনাদ শুনেও শুনিনা!
ইচ্ছে মতো তচনচ করি!
আর অপ্রত্যাশিতভাবে ছিড়ে ছিড়ে অন্ধকারে ফেলি!
এভাবেই দিন কেটে যায় বিষণ্ণতায়!

শব্দগুলোর ভেতরের একফোঁটা আলোও
উত্তোলন করতে পারিনি!
আঙ্গুুলের ফাঁকফোকর দিয়ে ঝরে পড়ে অর্থহীন শব্দগুলোর রক্ত!

একদিন মাকে বলেছিলাম, মা— আমার ওই শব্দগুলোর অর্থ বলে দাওনা?
ও-মা— দাওনা একবার বলে?
মা বললো— খোকা আমার আরও বড় হও।
এই বলে মা ঘরগিরস্থালির কাজে কোথয় যে চলে গেলো।

আমি আরও এলোমেলো হয়ে গেলাম! বিষণ এলোমেলো!
তবুও একাকী খুঁজতে লাগলাম,
অসম্ভব কঠিন শব্দগুলোর অর্থ,
কঠিনের মুখে চুমু খেয়ে বললাম— আমাকে উদ্ধার করো?

হঠাৎ মা এসে বললো— খোকা আমার তোমার দুঃখ কি আমি বুঝিনা? চেষ্টা করো,
তুমি পারবে, তোমাকে পারতেই হবে।
তবে বড় হও আরও বড়,
আর ধীরে ধীরে খোঁজো, খুঁজতেই থাকো।
তারপর কেটে গেলো অনেক বছর।

এখন আমার বয়স ২৫/ ২৬/ হবে।
এখন আমি কাঠপেন্সিল রেখে কলম ধরেছি।
এখন আমার অনেক শব্দ মুখস্থ।
একন আমার অনেক শব্দ আয়ত্বে।
এখন আমি নতুন নতুন শব্দগঠন করি।
এখন আমি শব্দের মাঝে লুকিয়ে থাকি।
এখন আমি শব্দের ভেতরে দিনরাত হাঁটু গেড়ে বসে থাকি।
এখন আমার কোনরকম বিষণ্ণতা নেই।
এভাবেই ঘুরেফিরে শব্দের ভেতর।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. আলমগীর সরকার লিটন : ০৭-০২-২০১৭ | ১০:৫২ |

    ধবধবে সাদা খাতায় কাঠপেন্সিল দিয়ে যখন আঁকিবুঁকি করতেছিলাম নানান ধরনের কিছু কঠিন শব্দ,
    অর্থ না বুঝার কারণে ক্ষোভে দস্যুর মতো খুন করি প্রত্যেকটি শব্দ!- বাহ অসাধারণ কবি
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৭-০২-২০১৭ | ১০:৫২ |

    শব্দের ভিতরের শব্দগুলোর আওয়াজ পাওয়া যায়।
    বড়সড় লিখায় লিখার পূর্ণতা পেয়েছে যেন। অভিনন্দন প্রিয় কবি মোঃ সাহারাজ হোসেন।

    ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
  3. আনু আনোয়ার : ০৭-০২-২০১৭ | ১০:৫৬ |

    বেশ সুন্দর হয়েছে।

    GD Star Rating
    loading...
  4. জসীম উদ্দীন মুহম্মদ : ০৭-০২-২০১৭ | ১৩:২২ |

    শব্দগুলোর ভেতরের একফোঁটা আলোও
    উত্তোলন করতে পারিনি!
    আঙ্গুুলের ফাঁকফোকর দিয়ে ঝরে পড়ে অর্থহীন শব্দগুলোর রক্ত!—- অসাধারণ কবি।।

    GD Star Rating
    loading...
  5. মামুন : ০৮-০২-২০১৭ | ২১:২৩ |

    এখন আমি শব্দের ভেতরে দিনরাত হাঁটু গেড়ে বসে থাকি।
    এখন আমার কোনরকম বিষণ্ণতা নেই। ভালো, ভালো তো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...