স্মৃতি

ছেলেবেলার সেই সুখ
মায়ের আচলের ভেতর ছিল।
মায়ের বকুনির ভেতর ছিল।
বাবার পকেট চুরির ভেতর ছিল।
কারণে অবাধ্য হওয়া বাবার
দু-চারটা থাপ্পড়ের ভেতর ছিল।
দাদাভাই-এর সেই বানোয়াট গল্পের ভেতর ছিল।
বুবুর সাথে ঝগড়াবিবাদের ভেতর ছিল।
স্কুল ফাঁকির ভেতর ছিল।
ঘুড়ীর সেই নাটাই সুতোর ভেতরে ছিল।
পাড়ায় পাড়ায় বন্ধুদের আড্ডার ভেতর ছিল।
মধ্যরাতে নারকেল চুরির সেই দূরদর্শিতার ভেতর ছিল।
রোজ প্রভাতে পাখির ঘুমভাঙানো কিচিরমিচির শব্দের ভেতর ছিল।
রাখালিয়ার সেই বাঁশীর সুরের ভেতর ছিল।
কৃষকের পেছনে ধান কুঁড়োনোর ভেতর ছিল সেই সব সুখ।
এখন সব অদৃশ্য হয়ে গেছে!
এখন আর সেই ছেলেবেলা নেই!!
এখন টকবগে যৌবনবয়স,
তারপর বৃদ্ধ,
তারপর কেবলি সব স্মৃতি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মামুনুর রশিদ : ২৭-০১-২০১৭ | ৮:২৭ |

    সেই সব শৈশব, দুরন্ত কৈশোর মিস করি আমিও খুউব; হয়ত করে সবাই।
    কবিতা পাঠে মনে পড়ে যায় সেসব দস্যি স্মৃতি… মুহূর্তে ফিরে যাই দেড় যুগ পেছন।
    কবিতা সার্বজনীন হয়ে উঠেছে কবি। আর এখানেই লিখার স্বার্থকতা। শুভেচ্ছা নিন। শুভ সকাল।

    GD Star Rating
    loading...
    • মোঃ সাহারাজ হোসেন : ২৭-০১-২০১৭ | ১০:২৮ |

      যথার্থ বলেছেন প্রিয় কবি।
      শুকরিয়া।
      শুভেচ্ছা রইলো

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ২৭-০১-২০১৭ | ৮:৩১ |

    স্মৃতিই বোধকরি আমাদের একজীবনের সম্বল। এভাবেই বেঁচে থাকা।
    শুভ সকাল কবি মি. মোঃ সাহারাজ হোসেন। ধন্যবাদ। Smile

    GD Star Rating
    loading...
    • মোঃ সাহারাজ হোসেন : ২৭-০১-২০১৭ | ১০:৩০ |

      হুম স্মৃতিই আমাদের একজীবনের সম্বল।
      ধন্যবাদ প্রিয়
      মুরুব্বী ভাই।
      শুভেচ্ছা জানবেন।

      GD Star Rating
      loading...
  3. মোহাম্মদ আয়নাল হক : ২৭-০১-২০১৭ | ১১:৩২ |

    ভালো লাগা রইল।প্রিয় সাহারাজ ভাই

    GD Star Rating
    loading...
  4. মামুন : ২৭-০১-২০১৭ | ১২:১২ |

    ছেলেবেলার সেই সুখ
    মায়ের আচলের ভেতর ছিল।
    মায়ের বকুনির ভেতর ছিল।
    বাবার পকেট চুরির ভেতর ছিল।
    কারণে অবাধ্য হওয়া বাবার
    দু-চারটা থাপ্পড়ের ভেতর ছিল।- অসাধারণভাবে ছেলেবেলাকে তুলে ধরলেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...