বদলাতে হবে

বাস্তবতার সাথে হেস্ত-নেস্ত খেলি,
কখনো কখনো জবরদস্তী করি আলোর
পেছনে ঘুরে ঘুরে!
তবুও যেখানেই যাই সেখানেই আমার রাত,
দু’পা এগুলেই ঘুরেফিরে কেবলি রাত হয়ে যায় আমার!
এ যেন আলোর পায়ে কেউ একজন শেকল দিয়ে বেধে রেখেছে!
জোনাকিরাও এখন রাত্রিবেলা আলো দেয়-না আমার এ বেদনাময় উঠনে!
কি যে এক জীবন……….!!!!!!
কখনো জয়, কখনো পরাজয়!
তবে পরাজয়ের সম্মুখে মুখথুবড়ে পড়ি বারবার!
আর জয়— সে পেছনে পেছনে হাতছানি দিয়ে যায়!
আর বলে— এতো যে আলোর পেছনে ছুটাছুটি করো?
কতোটুক ক্লান্তি সইতে পারবে?
কতোটুকু গ্লানি সইতে পারবে?
কতোটুকু তীক্ষ্ণ উত্তাপ সইতে পারবে? বলো কতোটুকু ?

আমিও বলে দিয়েছি পরাজয় মানবো না কিছুতেই!
আমাকে কিছুটা হলেও বদলাতে হবে,
বদলাতে হবে বেদনাময় রাত!
বদলে গেলেই হয়তো রাত কেটে ভরে উঠবে আমার উঠনে আলো।
জোনাকিরাও হয়তো তখন ফিরে আসবে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১১ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৬-০১-২০১৭ | ১১:২৭ |

    বরাবরই ভালো লিখেন আপনি। আজকের এই লিখাকে অনেক বেশী সুন্দর।
    অভিনন্দন মি. মোঃ সাহারাজ হোসেন। ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
  2. চারু মান্নান : ২৬-০১-২০১৭ | ১৩:৪২ |

    বেশ লাগল কবি,,,,,,,,,,,,,শুভেচ্ছা,,,,,,

    GD Star Rating
    loading...
  3. মামুন : ২৬-০১-২০১৭ | ১৪:০১ |

    কবিতাটি ভালো লেগেছে।
    শুভেচ্ছা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  4. নাজমুন নাহার : ২৬-০১-২০১৭ | ১৮:০১ |

    আশাবাদী কবি । ভালো লেগেছে । শুভকামনা আপনার জন্য ।

    GD Star Rating
    loading...
  5. মামুনুর রশিদ : ২৬-০১-২০১৭ | ১৯:০৪ |

    হুম… বদলাতে হবে। শুভেচ্ছা অনেক।

    GD Star Rating
    loading...