অকথ্য ভালোবাসা
কেয়া সাধুখাঁ
কিছু চাওয়া পাওয়া সবসময়
সম্পূর্ণ হয় না
তেমনি কিছু ভালোবাসা
অকথ্য থেকে যায়
নির্বাক খেলায়
জড়িয়ে গিয়েছিলাম
দেখেছিলাম একটা
আশা বাঁধা স্বপ্ন
যেখানে শুধু
তুই আর আমি
ভুল ভেবেছিলাম
ভালোবাসার কথা
জড়িয়ে গিয়েছিলাম
অভিনয় ভালোবাসায়
ভুলে গিয়েছিলাম
ভালোবাসা মনের মিলন নয়
মিলন শুধু সৌন্দর্যের
সবই বেশ আছে
সাজানো গোছানো বিশ্বটা
শুধু কাঁচের টুকরো মন এখন
যদি নাই ভালোবাসটিস
বলে দিতে পারতিস
কেন ঠেলে দিলি
অগ্নিশালায়
পুড়ে ছাই হয়ে যাচ্ছি
মনের গভীর তল আজ
নীচে নেমে গেছে
নিঝুম সমুদ্র
চাইলেও পারছি না
হাত বাড়িয়ে তোকে ছুঁতে
আপসোস থেকেই গেল
আজও পেলাম না কাউকে
যে শুধু আমাকেই
ভালোবাসবে।।
loading...
loading...
সুন্দর অনুভূতির প্রকাশ ।
loading...
শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ কবি শংকর দেবনাথ। শুভ সকাল।
loading...
অতৃপ্ত ভালোবাসার আকুতি ভরা
ভালোবাসার কাব্য কথা।
শুভেচ্ছা অফুরন্ত প্রিয়কবি।
loading...