তোমরা তো ওম্ রাতে
নিয়ে শোও স্বস্তিতে-
এই শীতে নেই ঘুম
যারা আছে বস্তিতে।
ছেঁড়াকাঁথা কম্বল
সম্বল রাত্তিরে-
ভাঙা ঘরে শীতে মরে
হাতে বেঁধে হাতটিরে।
পিঠে পুলি মিঠে রসে
নলেনের সন্দেশে,
তোমরা তো খুবই মাতো
পিকনিক গন্ধে সে।
পিঠে নয়- বুকে-পিঠে
আর খোলা কানডাতে-
ওরা চায় শুধু হায়
উষ্ণতা- ঠাণ্ডাতে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আমাদের আরও মানবিক হতে হবে। অভিনন্দন মি. শংকর দেবনাথ।
loading...
বাস্তব ছড়া
loading...
দারিদ্র নিরসনে এগিয়ে আসতে হবে এই প্রতিশ্রুতি আর নয়,
এগিয়ে এলাম এটাই কর্মে আর কথায় বলতে হবে।
loading...
বাস্তবতা জয় করতে হবে। আসুন।
loading...
শঙ্কর দা ,
সত্য মুখরিত
ছড়া সুরভিত ।
loading...
পিঠে নয়- বুকে-পিঠে

আর খোলা কানডাতে-
ওরা চায় শুধু হায়
উষ্ণতা- ঠাণ্ডাতে।
শুভ কামনা থা্কলো।
loading...
সত্যিই বাস্তবিক
loading...