দুই শালিকের গল্প

– মণি,
– আসি বাবা…
একমুঠো চালের দানা নিয়ে বারান্দায় আসে মণিকা। ছড়িয়ে দেয় উঠোনে।

এটা মনিকার প্রতিদিনকার প্রথম কাজ। সকালে মায়ের উঠোন-বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেলে বাবা বারান্দায় দাঁড়িয়ে প্রতিদিন মেয়েকে ডাকেন। আর মেয়ে যথারীতি ঘর থেকে বেরিয়ে এসে চালের দানা ছড়িয়ে দেয়।

তারপর বাপ-মেয়ে মিলে ব্রাশ করতে করতে সিঁড়ির পরে বসে তারিয়ে তারিয়ে উপভোগ করে দু’টো শালিকের খুঁটেখুঁটে দানা খাওয়া।

গত সন্ধেয় কালবোশেখি ঝড়ে উঠোন ঝরা লতাপাতায় ভরে ছিল। তাই আজ মায়ের একটু দেরি হয়ে গেছে উঠোনটা পরিস্কার করতে। আর সেজন্যেই শালিকের খাবার দিতেও আজ একটু বিলম্ব হয়েছেে।

– বাবা, ওরা তো আসছে না?
-আসবে, এক্ষুনিই আসবে। দেখ..
বাবার পেটে আস্তে করে একটা টোকা দিয়ে মনিকা বলল- ওই দেখ বাবা, আসছে।
দু’জনই শালিকের দিকে উচ্ছ্বসিত চোখে তাকায়।
-কিন্তু বাবা, আর একটা কই?
-আসেপাশে কোথাও আছে। দেখ্ এক্ষুনি আসবে।

শালিকটি এল। চালের দানাগুনো দেখল। একটা দানাও ঠোঁট দিয়ে তুলল না। শুধু এদিক ওদিক তাকাতে লাগল।
-বাবা, ও বাবা, খাচ্ছে না কেন?
বাবাও ব্যাপারটা খেয়াল করছিলেন। কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিলেন না।
– দাঁড়া, খাবে ‘খনে।
-খাচ্ছে না তো। ওই দেখ , না খেয়েই চলে যাচ্ছে-
– তাই তো- মনে হয় ওর সাথিকে ডাকতে যাচ্ছে।

কিচ্ছুক্ষণ পরে আবার ফিরে এল শালিকটি। কিন্তু এবারও ঠোঁট ছোঁয়াল না চালের দানায়। শুধু একবার চালের দিকে আর একবার ওদের দু’জনের মুখের দিকে করুণচোখে তাকাল যেন। তারপর গুটিগুটি পায়ে বাড়ির পেছনের দিকে চলে গেল।

মণিকা কাঁদো কাঁদো গলায় বলে উঠল- ও বাবা, চলে গেল তো।

ততক্ষণে স্নান সেরে মাও এসেছেন। তিনজনে মিলে শালিক দু’টোর খোঁজে বাড়ির পেছনের বাগানের দিকে গেলেন।

হঠাৎ আনন্দে চিৎকার করে ওঠে মণিকা- ওই তো একটা…
ওরা আর একটু এগিয়ে গেল। দেখল- একটা মৃত শালিকের পাশে মাথা গুঁজে চুপচাপ দাঁড়িয়ে আছে শালিকটি।
মা বললেন- গতকালের ঝড়ে কোনোভাবে হয়তো মারা গেছে।

মণিকা ছলছল চোখে তাকিয়ে রইল সাথিহারা পাখিটির দিকে।

বাবা শক্ত করে মায়ের হাতটি ধরলেন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৬ টি মন্তব্য (লেখকের ৯টি) | ৭ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ১১-০৯-২০১৮ | ২৩:৪২ |

    সাধারণত না লিখলেও ক্ষতি কি দাদা। লিখতে লিখতেই শুরু হয়ে যাবে। ভাল হয়েছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • শংকর দেবনাথ : ১২-০৯-২০১৮ | ৭:১৭ |

      খুব খুশি হলাম। ধন্যবাদ দিদি।

      GD Star Rating
      loading...
  2. ইলহাম : ১২-০৯-২০১৮ | ০:০১ |

    গদ্য সাধারণত না লিখলেও এই গদ্যে একটি অসাধারণ মেসেজ পেলাম।

    পাখিদের মধ্যে যে ভালোবাসার শোকাহত দেখলাম তা এই যুগের কিছু মানুষের মধ্যেও নেই।

    গদ্য লেখা শুরু যখন করেছেন আর থামবেন না প্রিয় লেখক!

    অনেক শুভেচ্ছা রইলো মিঃ শংকর দেবনাথhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • শংকর দেবনাথ : ১২-০৯-২০১৮ | ৭:১৮ |

      অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ। শুভ হোক আপনার।

      GD Star Rating
      loading...
  3. আলমগীর সরকার লিটন : ১২-০৯-২০১৮ | ১১:০২ |

    চমৎকার —–

    GD Star Rating
    loading...
  4. মুরুব্বী : ১২-০৯-২০১৮ | ১১:২৬ |

    গুড জব মি. শংকর দেবনাথ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  5. মিড ডে ডেজারট : ১২-০৯-২০১৮ | ১১:৪৩ |

    আজ একটা শালিক এলো; কিন্তু খেলোনা। চলে গিয়ে শালিকটা আবার এলো। কিন্তু এবারও খেলোনা। পাখিটা কী  সাথী হারা হয়েছে? 

    মণিকার বাবা তার জীবন সাথীর হাতখানা শক্ত করে ধরলো। হারাতে চায়না!

    GD Star Rating
    loading...
  6. নিতাই বাবু : ১২-০৯-২০১৮ | ১৮:১৬ |

    আমি অনেক সময়ই আমার সহধর্মিণীকে বলি, তুমি যদি আমার আগে মৃত্যুবরণ করো; তাহলে আমি মনে হয় তোমার একমাসের শ্রাদ্ধ সম্পন্ন করতে পারবো না। সহধর্মিণী বলে, কেন পারবে না? জবাব দেই  তোমাকে হারানোর শোকে শোকে আমিও মরে যাবো। আমার সহধর্মিণী বলে, আমার বেলাও তা-ই হবে। 

    ভালোবাসার শোক বড়ই স্পর্শকাতর। সয়া যায়, বলা যায় না।

    GD Star Rating
    loading...
    • শংকর দেবনাথ : ১২-০৯-২০১৮ | ১৯:০৭ |

      একদম ঠিক দাদা। অনন্ত শুভকামনা আপনাদের জন্য।

      GD Star Rating
      loading...
  7. রুকশানা হক : ১২-০৯-২০১৮ | ২০:০৫ |

    কি যে কষ্ট হলো —- গল্প নয়, জীবনকথা। 

    GD Star Rating
    loading...
  8. শংকর দেবনাথ : ১২-০৯-২০১৮ | ২৩:৪০ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

    GD Star Rating
    loading...
  9. শংকর দেবনাথ : ১৬-০৯-২০১৮ | ২৩:০৪ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

    GD Star Rating
    loading...