মুজিব-বন্দনা

মুজিব মানে জাতির পিতা –
বন্ধু বাঙালীর,
আপোষবিহীন
বিদ্রোহী এক বীর।
মুজিব মানে বাংলাদেশের
চিরসবুজ নেতা,
স্বদেশপ্রেমিক –
জন্ম স্বাধীনচেতা।

মুজিব মানে মায়ের হাসি-
বাবার ভালবাসা,
ভাইয়ের -বোনের
স্বপ্ন-আলো-আশা।
মুজিব মানে বাঁচতে শেখা –
চলতে শেখা পথ,
ভালবেসে
মরার সাহস সৎ।

মুজিব মানে জল থৈ থৈ
নদীর কলতান,
দোয়েল-শ্যামা
হাজার পাখির গান।
মুজিব মানে সবুজ-শ্যামল
বাংলাদেশের মাঠ,
শাপলা-ঝিল আর
পদ্মদিঘির ঘাট।

মুজিব মানে শারদ-রাতের
চাঁদের মধুর হাসি,
কবির কলম –
কাব্য-ছড়ার রাশি।
মুজিব মানে কৃষাণবধুর
নকসি করা কাঁথা,
বটের ছায়ায় প্রাণের
বিছান পাতা।

মুজিব মানে সবুজ বুকে
লাল সুরুজের মুখ,
পাখির ডানায়
সার্বভৌম সুখ।
মুজিব মানে বাংলাভাষা-
মুক্তগলার গান,
চিরঞ্জীবী
মৃত্যুহীন এক প্রাণ।

মুজিব মানে আঁধার শেষে
ভোরাই আলোর রবি,
মুজিব ছাড়া যায় না আঁকা
বাংলাদেশের ছবি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২১-০৮-২০১৮ | ৯:০৮ |

    মুজিব মানে বাংলাভাষা- মুক্তগলার গান,
    চিরঞ্জীবী… মৃত্যুহীন এক প্রাণ।

    GD Star Rating
    loading...
    • শংকর দেবনাথ : ২১-০৮-২০১৮ | ৯:৩৯ |

      ধন্যবাদ দাদা। শুভ কামনা সতত।

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ২১-০৮-২০১৮ | ১২:০৪ |

    মুজিব মানে সীমাহীন আত্মা। ইশ্বর তাঁকে স্বর্গবাসী করুন।

    GD Star Rating
    loading...
    • শংকর দেবনাথ : ২১-০৮-২০১৮ | ১৭:২৯ |

      ধন্যবাদ। শুভকামনা সতত।

      GD Star Rating
      loading...