হে মানুষ তোমাকে স্মরণ করো
প্রত্যহ ঘুম শেষে।
আপনার ভেতরে আপন সত্তাকে
অনুভূতি দ্বারা চেনো;
হৃদয়ের সেতুবন্ধনে
স্বতঃলব্ধ জ্ঞান যেভাবে পাঠ করেছ
প্রতিজ্ঞার বাক্য ভরে চয়নে চয়নে।
তবু জেগে তোলো
অদৃশ্যের অনুভূতি অদৃষ্ট-যোগে;
ইন্দ্রিয়ের ষষ্ঠ শ্রেণি থেকে
ভিন্ন যৌগের চিহ্ন নিয়ে।
মুছে ফেলো, বিবেকের গোপনীয়তা
মুছে ফেলো দাসত্বের ক্রন্দন
তারপর, ভালবাসতে