যারা রক্তের বন্ধনকে শত্রুতায় পরিণত করে

আমাদের সমাজ ও পরিবার থেকে উচ্ছনে যাওয়া কিছু বিবেকহীন অপদার্থ মানুষদের বলছি যারা রক্তের বন্ধনকে শত্রুতায় পরিণত করে।

১. হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী ভাড়া করেছেন?
২. বিচারিক কাজকে ভিন্ন খাতে নেয়ার জন্য প্রভাবশালী মানুষের দ্বারস্থ হয়ে বিচারককে ফোন দিচ্ছেন?

৩. ভুয়া কাগজপত্র ঠিক করে জোর করে অর্থ সম্পদ আত্মসাৎ এর উদ্দেশ্যে বিভিন্ন মহলে ধরনা দিচ্ছেন?
৪. সেই সকল লোকেরা কি জানে আপনি গিলটি অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন?

৫. আপনি কি সত্যিই মনে করেন বিচারক ন্যায় অন্যায় বোঝেনা? আপনি কি মনে করেন ন্যায়ের পক্ষে কথা না বলে অন্যায়ের পক্ষে থাকবে বিচারক?

৬. আপনার কি ধারণা কারো মাধ্যমে ফোন দিলেই বিচারক আপনার পক্ষে রায় দেবে? দুনিয়াতে ন্যায় অন্যায় বলে কিছু নেই?

Noted: আমাদের দেশে ম্যাক্সিমাম সম্পদ নিয়ে ঝামেলা হয় ভাইদের সাথে আমি তাদের উদ্দেশ্যে বলছি। একটা অপরাধ থাকতে যেমন হাজারটা অপরাধ করতে হয় আর সেটা সামাল দেওয়াটা কি খুবই সহজ?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
যারা রক্তের বন্ধনকে শত্রুতায় পরিণত করে, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১০-০৯-২০২৩ | ১০:৪৩ |

    আমাদের সমাজ ও পরিবার থেকে উচ্ছনে যাওয়া কিছু বিবেকহীন অপদার্থ যারা, তারা রক্তের বন্ধনকে শত্রুতায় পরিণত করে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...