শব্দ শব্দের গঠন ও তার প্রসারিত বার্তা

শব্দ শুধু শব্দ নয় শব্দ কখনো কখনো জীবনকে বদলে দেয়। শব্দ থেকে বিন্যাসের মাধ্যমে কথার যে উপলব্ধি তা মানুষের মাঝে যখন চরম বার্তা পৌঁছে দেয় তখনই সেই শব্দ শব্দের গঠন ও তার প্রসারিত বার্তা দ্বারা মানুষ তার অন্ধকার পথকে আলোকিত করতে পারে।

তাই সেই শব্দ এবং শব্দ দিয়ে গঠিত ২০টি Quotes আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে।

১. জীবন ছোট, এটা গণনা করা কিন্তু জীবনের পথ পাহাড় বেষ্টিত উঁচুনীচু এখানে সবকিছুই ধীর, তবে স্বচ্ছতার জন্য সমতলকেই বেছে নিতে হবে যাতে পথটা সমান্তরাল হয়।

২. প্রেম জীবনের মুদ্রা। এঁকে কলঙ্কিত হতে দেওয়া যায়না। প্রেম ছাড়া মানুষ নিঃস্ব অসহায় এবং সবকিছুই অসম্ভব অসহ্য।

৩. আপনার কর্ম অনেকগুলো মানুষের জিম্মাদার অতএব কোন কর্মকে ঝুঁকির মধ্যে ফেলবেন না অতএব অতএব জন্য কথা বলতে দিন।

৪. রাগের চেয়ে দয়া বেছে নিন। দয়া মানুষকে বেঁচে থাকার শিক্ষা দেয় মহৎ এবং ন্যায়পরায়ণ হওয়ার জন্য অনুড়িত করে।

৫. আপনি দেখতে চান পরিবর্তন। তাহলে আপনার দ্বারা পরিবর্তন সম্ভব। এর জন্য চাই উদ্যোগ, তাই যেকোনো প্রতিফলতা পেরিয়ে জয়ী হওয়া সম্ভব।

৬. আগামীকালের জন্য অপেক্ষা করবেন না, আজই কাজ করুন।
৭. প্রতিটি মুহূর্ত একটি উপহার, এটি লালন করুন।
৮. সরলতার সৌন্দর্যকে আলিঙ্গন করুন।
৯. ঝুঁকি নিন এবং ব্যর্থতা থেকে শিখুন।
১০. সাফল্য একটি যাত্রা, একটি গন্তব্য নয়।
১১. ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজুন।
১২. পরে নয় এই মুহূর্তে উপস্থিত থাকুন।
১৩. আপনার মনোভাব আপনার উচ্চতা নির্ধারণ করে।
১৪. জীবন সৃষ্টির বিষয়, অর্জন করা নয়।
১৫. বিনিময়ে কিছু আশা না করে দিন।
১৬. ক্ষমা করার শক্তি মুক্তি দেয়।
১৭. আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হন।

১৮. নিজেকে এবং আপনার স্বপ্নকে বিশ্বাস করুন আপনার জয়ী হওয়ার দাঁড় উন্মোচিত শতভাগ, উপলব্ধিটা হোক সৎ এবং অসৎ।

১৯. ক্ষোভ ধরে রাখার জন্য জীবন খুব ছোট একে গাঁয়ে মাখবেন না ক্ষোভ জীবনকে নষ্ট করে।

২০. উদ্দেশ্য এবং আবেগ একটি জীবন বাস তাই উদ্দেশ্যকে কদর করতে শিখুন আর আবেগকে কন্ট্রোল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৮-০৪-২০২৩ | ৯:৩৮ |

    শুভেচ্ছা জানবেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. নিতাই বাবু : ০৯-০৪-২০২৩ | ১৭:৩৭ |

    জীবনের জন্য পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর বিশ্লেষণমূলক পোস্ট। লেখকের জন্য শুভকামনা থাকলো। 

    GD Star Rating
    loading...