সময়ের বোঝাপড়া যখন অসময়ে তখন তা নিরানন্দের সাথে অমসৃণ স্মৃতি শেষ পর্যন্ত যা দুঃখ ও চোখের জল ছাড়া কিছু নয়, দিতে পারেনা।
তুমি যাদেরকে ভালো জানো, ভালো মানো, বিশ্বস্ত অনুচর অথবা সহচর মনে কর তোমার সেই সকল ম্যাক্সিমাম শুভাকাঙ্ক্ষী তোমাকে প্রেমের প্রলুব্ধ চালে আটকে তোমার ভবিষ্যতের চিন্তাশক্তিকে বাঁধা প্রদান করবে।
আসলে তারা কেহই তোমার, ভালো বন্ধু নয়, শুভাকাঙ্ক্ষী নয়, শুভানুধ্যায়ী নয়, এমনকি কোনভাবেই তারা তোমার শুভ প্রত্যাশী নয় তারা একেকজন যার যার জায়গা থেকে নিজেদের প্রয়োজনেই তোমাকে ভাবছে, তাঁদের প্রয়োজনেই তোমাকে ঝালিয়ে নিচ্ছে।
এদিকে যখন তুমি তাদের শতভাগ বিশ্বাস করবে তাদের প্রয়োজনে ব্যবহারের জন্য নতুন করে চাল তৈরি করবে যখন তুমি তাদের আষ্টেপৃষ্ঠে ফেঁসে যাবে। তখন তুমি তাদের ব্যবহারের সামগ্রী হিসেবে গণ্য হবে। মনে রাখবে সবাই ভালবাসতে পারেনা সবাই ভালবাসার যোগ্য নয়। ভালোবাসায় অযোগ্যদের উৎপাত অত্যন্ত বেশি হয় প্রলুব্ধ হয় নজর করা হয়। আসলে তারা তাদের বিশেষ প্রয়োজনে তোমার অবস্থান দুর্বল করার জন্য কাজ করছে।
তারা সবাই তোমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী হিসেবে আবির্ভূত হতে চায়। যখন তুমি সেই সুযোগটি শতভাগ দেবে ঠিক সেদিন থেকে বুঝতে পারবে তাদের কোন ভুলের পথে এতদিন সঙ্গ দিয়েছো। অথবা তোমার সক্ষমতাকে নষ্ট করতে চায় তোমার সক্ষমতাকে দুর্বল করে অক্ষম বলে ঘোষণা করতে চায়।
এদিকে যে তোমার পাশে থেকে তোমার স্পৃহা শক্তি ও সামর্থ্যকে সমর্থন করে, উৎসাহ দেয়, উৎসাহ প্রদান করে, তাকে যত শত্রুই ভাবনা কেন, সেই তোমার প্রকৃত বন্ধু, সেই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী, প্রকৃতজন। আসলে স্বার্থের দুনিয়াতে, তাদের অনেক কিছুই হারাতে হয় আসলে তারা তোমাকে ভালোবাসলেও তাদের দুর্বল অবস্থানের কারণে তুমি কখনোই তাদের প্রতি ফিরে তাকাবে না।
মানুষ তার নিজের জায়গায় কোন কিছু হাসিলের ক্ষেত্রে শতভাগ সুবিধাবাদী। তবে তারাই এসব গ্রহণ করেনা যাঁরা সারাজীবন শুধু দিয়েই যায় কিন্তু কারও কাছে কিছু পাবার প্রত্যাশী নয়। এই মানুষেরা শুধু হেরেই যায় কিন্তু তোমরা জানবে কী হেরে যাওয়ার মাঝেও আনন্দ থাকে সুখ থাকে ভালো লাগা থাকে থাকে ভালোবাসা এমনকি জয়ী হওয়া!
loading...
loading...
মানুষেরা শুধু হেরেই যায় কিন্তু তোমরা জানবে কী হেরে যাওয়ার মাঝেও আনন্দ থাকে সুখ থাকে ভালো লাগা থাকে থাকে ভালোবাসা এমনকি জয়ী হওয়া!
loading...