১.
দুনিয়াটা হলো দুঃস্বপ্নের কারাগার এ দুঃস্বপ্নের কারাগার থেকে আপনি যা কিছুই মনে প্রাণে চান না কেন তা ছিনিয়ে আনতে হয়।
২.
অতঃপর, দুনিয়াটা হলো প্রতিযোগিতার মঞ্চ; যে যত সামনে থাকতে পারে সে ততো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। আপনি ভালো পোষাক পড়ে আছেন আপনি ভালো চেয়ারে বসে আছেন কিংবা আপনি যেভাবেই থাকুন না কেন মঞ্চের সামনে আপনি যতটা ভালো পারফরম্যান্স ততটাই বেশি দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।
৩.
সম্ভাবনা।
যে যত বেশি আলোচিত মানুষ সে ততো বেশি সমালোচিত হয়।
৪.
আলোচিত মানুষদের লাইফস্টাইল ঈশ্বর সমকক্ষ করবেন না তাদেরকে মানুষের কাতারে থাকতে দিন মনে রাখবেন তারা রক্তে মাংসে গড়া মানুষ; তারাও ভুল করে, তাদেরও ভুল হয়¡ তবে তাদের ভুলগুলো যেন সবচেয়ে বেশি আলোড়িত, আলোচিত সমালোচিত সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষক আর এর সবকিছু হয় সে একজন আলোচিত মানুষ বলে। আলোচিত মানুষরা ভুল করলেও সেই সমালোচিত ভুলগুলো মানুষের মেনে নিতে কষ্ট হয়। আমার মনে হয় আলোচিত মানুষদের মানুষই মনে করা হয় না তাদেরকে ঈশ্বরের জায়গায় স্থান দেওয়া হয়। আর ঈশ্বর তুল্য কিছুই নেই জগতে এই বিষয়টা তাদের মস্তিষ্কে এখন পর্যন্ত গ্রথিত হয়নি বলেই এমন চিন্তা উজ্জীবিত থাকে মানব মস্তিষ্কে।
৫.
নির্বোধের মনই ঈশ্বর; বিবেক অপেক্ষা অবিবেচনাবোধ হলো বিশ্বাস। তার মধ্যে যত অজানা সেগুলোই ঈশ্বরকে খোঁজার বাঁধা প্রদানকারী।।
loading...
loading...
নির্বোধের মনই ঈশ্বর; বিবেক অপেক্ষা অবিবেচনাবোধ হলো বিশ্বাস।
loading...
দারুণ সুন্দর একটি ছোট্ট কবিতা !
loading...
খুব ভাল জীবনবোধ
loading...