ডুব সাঁতারের শর্ত কিবা আছে
অনিয়মের খোলস যদি মুখে
বিমূর্ত সব হিসেব নিকেশ আছে
দুঃখ ছোঁয়া দৈন্যতার এই বুকে।
অপলক তাই চেয়ে যদি থাকি
দৃষ্টি চোখে রাগের পাহাড় চাঁপা
খুব করে তাই বিধতে পারো আঘাত
ব্যাথা সইবার খোলা বুকটা পাতা।
কথার খঞ্জর সবাই কী আর ভোলে
কেওবা পেয়েও হারায় দ্বীপের আলো
না বুঝে সে ভেঙে দিতে পারো
ভুল পথে তাই চলছো যদি আরো।
দূরত্ব টা নিপুণতার সাথে
বাড়িয়ে দিলে অনিয়মের হাতে
উগ্র স্বভাব শুধুই মেজাজ হারা
সব ফুরাবে ভরাডুবির সাথে।
ডুব কী দেবো, দুঃখ নদীর জলে
হাজার কর্ম সূর্যতাপে জমা
একা পথে চলছে এমন দিন
কাটুক না তাই, পারলে কোরো ক্ষমা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
পবনে প্লাবন,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অসাধারণ অনুভূতি চমৎকার প্রকাশ
loading...
দূরত্ব টা নিপুণতার সাথে
বাড়িয়ে দিলে অনিয়মের হাতে
উগ্র স্বভাব শুধুই মেজাজ হারা
সব ফুরাবে ভরাডুবির সাথে।
loading...