💭নক্ষত্রের ঐ নুপুর ধ্বনি শুনি
চাঁদের গায়ে লেগেছে ধূসর ওম
স্পষ্ট চোখে তোমার কথাই বুনি।
💭নয়নতারা ঘুম পাহাড়ে
যাকনা ভেসে
দুপুর নয়ন এক পলকে
তাকিয়ে সে যে রয়
তোমার কথাই হৃদয় মাঝে
ভাবিতো যে হয়।
💭অন্ধকারে মেঘ যদি যায় সরে
দেখতে কি আর পাবে সে বা তুমি
আধার মাঝে দৃষ্টি ভ্রমের বিলাপ ওঠে
অন্ধকারের অজানাতে
স্পষ্ট করেই দেখব তোমায় আমি।
💭জানিনা কি গল্প জীবন ঘরে
ফুলের যৌবন রাখবে কি আর ধরে
ওই সুদর্শনার অহংকারে মাখা
সব ছেড়ে যায় মসৃণ দেহেরে মত
চাইলেও তবে রাখা না যায় ধরে।
💭আলিঙ্গনের স্মৃতিগুলো ডুব সাঁতারে তোলা
সময় স্রোতে সবাই চলছে ভেসে
তুমিও কি আর ছয় ফাল্গুনের মত
সময় করে আসবে কি আর ফিরে!
💭 প্রাণের কথা মনেই তোলা থাক
কথা ছিল রাত ঘুমের ওই আহার
আর বাকি সব আকাশ পাতাল করে
চোখ রাঙিয়ে সদাই কর বাহার।
💭এমনটা নয় রাত পোহাবার পরে
দেখছি তোমার দূরের শ্রাবণ মেঘে
ছুঁয়ে দেখার ইচ্ছেটা সে হারে
অজানা সব কথার প্লাবন ভাড়ে।
loading...
loading...
চমৎকার এক নতুনত্ব স্বাদ আছে কবি দা
loading...
বেশ দারুণ লিখেছেন কবি। চার-পাঁচ লাইনের কবিতা হলেও, বুঝার আছে অনেক!
loading...
প্রাণের কথা মনেই তোলা থাক
কথা ছিল রাত ঘুমের ওই আহার
আর বাকি সব আকাশ পাতাল করে
চোখ রাঙিয়ে সদাই কর বাহার।
loading...