হে ঈশ্বর
তুমি আমার সমস্যার গুরুত্ব
উপলব্ধি করতে পারোনি।
যেভাবে উপলব্ধি করতে পারোনি কষ্টের গুরুত্ব।
শরীরের শিরায় শিরায়
যে যন্ত্রনা প্রদাহ প্রতিনিয়ত মৃত্যুর দিকে
টেনে নিয়ে যাচ্ছে সেটা বড় নিষ্ঠুর;
তুমি তোমার সৃষ্টির সাথে
এমন টা করতে পারো না।
তুমি তোমার সম্মানিত জায়গা থেকে
তুমি তোমার করুণার জায়গা থেকে
তুমি তোমার দেওয়া ওয়াদা থেকে
কখনোই সরে আসতে পারো না।
তোমার সৃষ্টির জায়গা থেকে
আমার কোন দায় নেই
যদি আমায় সৃষ্টি করে থাকো
বিবেক-বুদ্ধি বোধদয়, ভালো-মন্দ
সত্যমিথ্যা বোঝার ক্ষমতা দিলে কেন?
তাহলে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি
তোমাকে আমি সেই অধিকার দিইনি;
তবে তোমার দায়ে তোমার প্রয়োজনে
যে তুমি আমাকে কষ্ট দিবে, যন্ত্রণা দিবে,
রোগ ভোগে অসুস্থতায়
দারিদ্রতায় অবহেলায়
অভাবে অনটনে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে!
সম্মানিত পেশা ছিল,
ব্যবসা ছিল, ছিল সুন্দর জীবনযাপনের সকল প্রয়োজনীয় বিষয়বস্তু।
তখনও আমি তোমারই ছিলাম
তখনও তোমাকে গৌণ করে
কীর্তন করতাম গুণগান করতাম।
পরীক্ষার পর পরীক্ষা
পরীক্ষার পর পরীক্ষা দিতে দিতে
জীবন থেকে সবকিছু শেষ।
যে শ্রেণীতে চলাচল ছিল
আগমন যাওয়া-আসা ছিল
সেই শ্রেণি সেই সিঁড়ি থেকে নিচের দিকে
নামতে নামতে আজ
ছোট্ট একটা কুড়েঘরে
সমাজ সংসার ছিল
সবকিছুই আজ সবকিছুহীন।
তুমি যদি শুধু পরীক্ষায় নাও
পাস করাবে কবে?
বাকির খাতায় শুধু ক্ষতির হিসাব
লাভ দেবে কবে?
দেখো হে গ্রামবাসী! শহরের মানুষ দেখো;
চোখ মেলে চেয়ে দেখো,
ঘুম থেকে উঠো, জেগে উঠো, দেখো
আজ ঈশ্বর দিচ্ছে রহমত!
ভেবে দেখো,
তোমাদের প্রয়োজন কি আমি জানিনা;
আমার সংকট অর্থের
আর ঈশ্বর দিচ্ছে রহমত;
হ্যাঁ, হ্যাঁ, রহমত!
রহমত, মানে বৃষ্টি।
অসময়ে বৃষ্টি, সেও আবার রাতের ৩ ঘটিকায়।
বৃষ্টি তো আর ছাদ ফুটো করে
রাতের অন্ধকারে মোহর দিবে না
বৃষ্টির জলই দেবে
ক্ষতির কথা বলতে গেলে আমারই হলো।
হে ঈশ্বর
আমার সাথে এই রহস্যময়
মশকরা করে তোমার মজা নেওয়া
ছাড়া আর কিছুই নয়।
এই রহমতে আমার প্রয়োজন মিটবে কী?
যদি প্রয়োজন না মেটে
তবে তা ব্যবহার করা
আমার কাছে বিলাসিতা ছাড়া কিছু নয়
অপ্রয়োজনীয় বস্তু বা পদার্থ ছাড়া কিছু নয়।
তুমি মানুষের মন পড়ো, মন বোঝো
সেটা আবার কেমন! কিভাবে?
তবে, আমার নয়
তোমার সমস্যা তুমি খুঁজে নাও
আমার দায়িত্ব নয় তোমার দায়িত্ব তুমি নাও
তোমার ভুল তুমি সংশোধন করো
তোমার মিথ্যাচার তুমি নিজেই
খুঁজে বের করো পেয়ে যাবে।
অভাবির অভাব অনটনের কাছে…
বিপদমান মানুষের কাছে…
ক্ষুধার্তের কাছে ঘর-হীন মানুষের কাছে
পঙ্গু অচল অন্ধের কাছে…
দারিদ্র্যের দারিদ্রতার কাছে…
প্রকৃতির খরা,ঘূর্ণিঝড়,
সাইক্লোন, ভূমিকম্পের কাছে…
এবং ফিরে আসো তোমার নিষ্ঠুরতার কাছে…
তোমার ভুল তুমি খুঁজে দেখো;
তাকিয়ে দেখো
সিয়েরা লিওন আফ্রিকা মহাদেশে দিকে
তোমার ভুলগুলো তুমি খুঁজে দেখো পেয়ে যাবে
কাশ্মীর, বসনিয়া, ইসরাইল-ফিলিস্তিন
খুঁজে দেখো বেলুচিস্তানে পেয়ে যাবে।
পেয়ে যাবে ঈশ্বর;
loading...
loading...
তুমি মানুষের মন পড়ো, মন বোঝো
সেটা আবার কেমন! কিভাবে? হে ঈশ্বর !!
loading...