জয়পরাজয়

জগতের সকল সৃষ্টির মধ্যে অসম্ভব একটি সৃষ্টির নাম মানুষ; এই গ্রহে মানুষই একমাত্র অসম্ভব বুদ্ধিমান। মানুষ তার জায়গা থেকে অসাধারণ, আত্ম সন্ধানী। তবে কোন কর্ম করতে গিয়ে হাল ছেড়ে দেওয়ার জন্য মানুষের জন্ম হয়নি। মানুষের সৃষ্টি ও জন্ম হয়েছে এগিয়ে যাওয়ার জন্য। এই পথে যসবে পড়া যায় আসবে। পরাজয় যেভাবে মানুষকে কষ্ট দেয় সেভাবেই জয় মানুষকে আনন্দ ও সুখী করে। মানুষ ভুল করে, হেরে যায়, আবার বিজয়ী হয়। তবুও মানুষকে পরাজয় ভুলে সামনের দিকে পথ চলতে হয়।

সেখানে আপনার জন্য কি অপেক্ষা করছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে শত বাঁধাবিপত্তি বিপদ অপেক্ষা করে তাকে তার মূল লক্ষ্যে পৌঁছাতে হবে। জীবন থেমে যাওয়ার জন্য নয় জীবন হলো এগিয়ে যাওয়ার জন্য। ভুলের জন্য হতাশা নয় দুঃখ নয় কষ্ট নয়। ফুলের পরে সমাধানের পথ খুঁজে বের করাই হল একজন মানুষের জীবনের মূল উদ্দেশ্য।

জগত জীবনে কোন কাজেই আধুরা থাকে না কেউ না কেউ সেই জায়গাটা নতুন করে তৈরি করে দেয় সেখান থেকে নতুন করে শুরু করে এবং সেটা সম্পন্ন হয় সেখান থেকেই সফলতা সূচনা যা ভবিষ্যতের আলোতে পা রাখার প্রথম পদক্ষেপ। মানুষের জীবনে বিপদ-আপদ বাঁধাবিপত্তি ঘাত প্রতিঘাত আসবে থাকবে আর এ নিয়ে দুঃখ করার কোনই কারণ নেই যেখানেই বিপদ যেখানে বাধা সেখানেই বিপত্তি সেখানেই সমাধান।

অতএব এগিয়ে চলুন এগিয়ে চলতে বাধা আসবে সে বলে হাল ছেড়ে দেবেন সেটা হতে পারে না। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া সেই আর সেই হেরে যাওয়া মানেই অস্তিত্বহীন জীবন সেখানেই একজন মানুষের প্রকৃত বিলীন হওয়া নির্দেশ করে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
জয়পরাজয়, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২০-১১-২০২১ | ১২:৩১ |

    হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া সেই আর সেই হেরে যাওয়া মানেই …
    অস্তিত্বহীন জীবন সেখানেই একজন মানুষের প্রকৃত বিলীন হওয়া নির্দেশ করে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...