ফ্রড অথবা ক্রিমিনাল অ্যাক্টিভিটি

এই সংসার জগতে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজেদের সুবিধার্থে নিজেদের কার্য সাধিত করার জন্য আপনার বিশ্বাস অর্জন করবে। হতে পারে আপনার অনেক কিছু যা অত্যন্ত গোপনীও হতে পারে আপনি তাকে বললেন। হতে পারে অন্যভাবে সংগ্রহ করলো। আপনার যাবতীয় কথাবার্তা শুনবে আর নিখুঁতভাবে বিশ্বাস অর্জন এসবের পেছনে মূল অবস্থান হচ্ছে অর্থনৈতিকভাবে আপনাকে দুর্বল বানানো। একজন মানুষ বিশ্বাস অর্জনের মাধ্যমে তার কাছ থেকে অনেক কিছুই আদায় করে নিতে পারে সেটা হোক অর্থনৈতিক অথবা প্রতিদিনের রোজনামচা এই সকল ইনফর্মেশন এর মাধ্যমে তার লক্ষ্যের পথ তৈরি করতে সমর্থ হয়। এই সুযোগটা গ্রহণ করে সে মানুষ তার সবকিছুকে হাতিয়ে নেবে।

আমার দেখা একটি ঘটনা
আরেকটা দিক দিয়ে একটি নারী শর্টকাট ধনী হওয়ার সুযোগ গ্রহণ করে সেটা হল বিয়ের মাধ্যমে, এটা কেমন হবে! বিয়েটা হবে ক্ষণস্থায়ী। সেই মেয়েই ভালো জানে, সে তার কর্মযজ্ঞ বাস্তবায়নের জন্য বিয়েটা কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে হতে পারে সেই নারী তার লক্ষ্যে পৌঁছাতে যতদিন সময় নেবে ঠিক ততদিন এই বিয়েটা কার্যক্রম এবং বলবত থাকবে।

যখন একজন পুরুষের মন এবং বিশ্বাস অর্জন করতে পারবে সেই পুরুষ তখন তাকে অবশ্যই তার গোপন ইনফর্মেশন ব্যাংকের হিসাব আর সারা জীবনের উপার্জনের স্থাবর-অস্থাবর যা কিছু রয়েছে তার সকল কিছু সেই মেয়েটিকে বলতে বাধ্য হয়। একজন আরেকজনের প্রতি বিশ্বাস এর জন্যই ঘটে থাকে।

এটা বলতে বাধ্য হয় এমন নয় যে সে বলবে না। একজন বিশ্বস্ত মানুষ যখন একজন পুরুষের কাছাকাছি থাকে কাছাকাছি অবস্থান করে তখন সেই পুরুষটা সেই নারীর প্রতি দুর্বল হয়ে যায়। একজন ছেলের অর্থ-সম্পদ ব্যাংক ব্যালেন্স যেখানে যা রয়েছে তার সকল ডাটা ইনফর্মেশন যখন সেই ফ্রড মেয়েটি হাতে পাবে পাওয়ার পর তাঁর স্থাবর অস্থাবর যা কিছু রয়েছে তার মধ্য থেকে যে পরিমাণ হাতিয়ে নেয়ার প্রয়োজন সেই পরিমাণ সে নিয়ে নেয়।

এবং যখন বুঝতে পারে এই মুহূর্তে এখানে অবস্থান করা রিস্কি হয়ে যায় তখন সেই মেয়েটিই নানা মিথ্যাচার নানান অজুহাত দেখিয়ে তার অবস্থান জানিয়ে দেয় এবং খারাপ ব্যবহারের মাধ্যমে তাকে বিগড়ে দেয় একটা পর্যায়ে তর্ক বিতর্ক মনোমালিন্য ঝগড়া বিবাদ সৃষ্টি হয় তখন দু’জন দুজনের প্রতি খারাপ ব্যবহার শুরু করে আশেপাশে জানাজানি হয়।

কেউ কেউ নিজের আত্মসম্মান কিংবা লোক লজ্জার ভয়ে প্রকাশ করেনা এই ফ্রডরা সেখানেও সুযোগ গ্রহণ করে এবংএখান থেকেও যদি তার কোনো চাহিদা থাকে সেটা সে পূরণ করে। পুরুষটি তার চাহিদা পূরণ করতে বাধ্য হয়।আমাদের সমাজে এমন ঘটনা অহরহ ঘটে চলছে।

আমাদের সমাজে এই সমস্ত নারীর সংখ্যা নেহায়েত কম নয়। তারা ধন-সম্পদ অনেক কিছু হাতিয়ে নেয়ার পরেও নানা ধরনের হুমকি ধামকির মাধ্যমে টাকা চেয়ে বসে। যদি দিতে অপারগ হন যদি দিতে অস্বীকার করেন তাহলে নানা ভয়-ভীতি দেখাবে। এদের বিরুদ্ধে যদি কোন এভিডেন্স যদি তাহলে অবশ্যই আপনি এদের বিরুদ্ধে লড়াই করবেন। সেটা ন্যায়ের পথে।

এসমস্ত নারীরা কখনোই সংসারী হতে পারেনা। সংসারী নয়। এরা জাস্ট বিয়েকে পেশা হিসেবে গ্রহণ করে। এটা তাদের দারুন একটি বিজনেসঅ বলা যায়। এরা একটা পুরুষ ছেড়ে আর একটা নতুন কোচের সন্ধানে ডাটা কালেক্ট করবে ইনকামের সোর্স তৈরি করার জন্য। এই সমস্ত নারীর সাথে তার পরিবারও কখনো কখনো জড়িয়ে পড়ে কিংবা পরিবারের অবাধ্য নারীরাও এ ধরনের কাজে লিপ্ত হতে পারে যা পিতামাতার জন্য লজ্জাস্কর ব্যাপার।

তারা যখন এ ধরনের অপরাধ করে তখন বুঝতে হবে তার কোন পরিবার নেই। তার কোন সমাজ নেই তার কোন গার্ডিয়ান নেই তার কোন ভাল জগত নেই। এবার সর্বদা অন্যায়ের পথে বিচরণ করে। কিন্তু কোনভাবেই দেখে বোঝার উপায় নেই। তারা হয়তো আপনার চারপাশে ঘোরাঘুরি করে চলাচল করে বসবাস করে। সমস্ত জায়গায় অবস্থান করে সেখানকার মানুষজন কখনোই বুঝতে পারে না তার পরেঅ এই সমস্ত নারীর ভেতরে এই ধরনের জঘন্যতম চরিত্র লুকিয়ে আছে। তাদের কন্ঠ অত্যন্ত সুন্দর মার্জিত ভদ্র নম্র মিষ্টভাষী কখনোই কারো সঙ্গে খারাপ আচরণ করবে না।কিন্তু প্রয়োজন মোতাবেক সে তার রুপ দেখিয়ে দেবে।

কিন্তু যখন দেখবে তার স্বার্থে আঘাত লাগছে বুঝবেন তখন সে আপনাকে কোনোভাবেই ছাড় দেবে না। এই নারীদের চাহিদা পূরণ হওয়ার পর তার হাজবেন্ডের জায়গা থেকে সরে যেতে চায়। এবং শেষ পর্যন্ত সরে যাবে। আর আপনি যখন বুঝতে পারেন মেয়েটি আপনার সর্বস্ব লুটে নিয়েছে তখন আর কিছুই করার থাকেনা।

কোন কোন ক্ষেত্রে যদি আপনার জীবনে এমন কিছু ঘটনা তৈরি হয় তাহলে আপনি তার সম্পর্কে ডাটা কালেক্ট করবেন ইভেন এ নিয়ে যদি নুন্যতম অন্তরে সন্দেহ পোষণ করেন তাকে চোখে চোখে রাখুন নজরে রাখুন সে কি করে কোথায় যায় কার সাথে কথা বলে কার সঙ্গে দেখা করে এ টু জেড ফলো করবেন।

এই নারীদের স্বভাব কোন ভাবে বোধগম্য নয়। আপনার কাছ থেকে সে যতই অর্থ-সম্পদ হাতিয়ে নিক না কেন আপনাকে ব্ল্যাকমেইলিং করার জন্য বারবার টাকা চাইবে তারা ভাবে যদি আপনি বারবার তাও জালে আটকা পড়েন তাহলে আপনার সর্বস্ব হারাবেন এটা নিশ্চিত।

জীবনে এমন কিছু হলে ঘাবড়ে যাবেন না। ভয় পাবেন না খুব দ্রুততার সহিত তাদের বিরুদ্ধে একশন নিন কিন্তু সে আগেই যেন বুঝতে না পারে বা আপনি তাকে সন্দেহ করছেন সেটা কোনভাবেই যেন অনুভব করতে না। পারে তাতে সে এলাট হয়ে যাবে এবং আপনার কোন ক্ষতি করে দেয়ার সম্ভাবনাই বেশি হতে পারে যদিও অর্থনৈতিকভাবে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

তারা আপনার সকল ধরনের ডকুমেন্ট নষ্ট করার পরিকল্পনা করেই মাঠে নামে তাই বলব আপনার হাতের স্মার্ট ফোনটি কখনই সেই সমস্ত বিশ্বস্ত নারীদেরকে হাতে তুলে দেবেন না। আপনার বিশ্বস্ততার সুযোগ নিয়ে আপনার সকল ধরনের ইনফরমেশন তার জায়গায় স্থানান্তর করবে যা আপনি কোনোভাবেই ঘৃণাক্ষরেও বুঝতে পাবেন না।

তবে যেকোন অপরাধী অপরাধ করে কোনদিনও সুন্দরভাবে জীবন-যাপন করতে পারে না। ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে ক্রাইম নেভার ফেঁস ক্রাইম করে কেউ ঘরে যেতে পারেনা। ক্রাইম করে কেউ যদি ভাবে পার পেয়ে যাবে তাহলে তার ধারণা ভুল। ওরা যেখানেই সংঘটিত হোক না কেন তার সিন রেখে যায় তার প্রাতঃকর্ম ধরা পড়ার জন্য একটি তথ্য ই যথেষ্ট ওই একটি মোটিভ অপরাধীকে শনাক্ত করার জন্য আইনের আওতায় নিয়ে আসার জন্য যথেষ্ট।

কিন্তু অপরাধ যত বড় যত ছোটই হোক না কেন তার ক্লু অপরাধীরা রেখে যায় পারফেক্ট ক্রাইম কখনোই সম্ভব নয়। কিংবা প্রাইম করার পরে অপরাধী তার জায়গা থেকে যখন নানা ধরনের ভয়-ভীতি দেখায় তার পরেও সেই ভয়-ভীতির মাধ্যমেও অনেক ডেটা ছেড়ে যায় এমন কিছু ডকুমেন্ট ছেড়ে যায় যে সব অপরাধী তার পাতানো জালে নিজেরাই আটকে যায়।

এমনই একজন মানুষ আমি সনাক্ত করতে পেরেছি যে তার মায়াজালে আবদ্ধ করে কোন একজন মানুষের সর্বস্ব লুটে নিয়েছে এবং তার সঙ্গে ফ্রড করেছে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছে ঘর থেকে গহনা স্বর্ণালঙ্কার নিয়েছে ইভেন ঘর থেকে টাকা বের করে নিয়ে সে গায়েব হয়ে যায়।

আমাদের এই সমাজে কিছু কিছু নারীর ক্ষেত্রে বিয়ে একটা বিজনেস। পুরুষের বিশ্বস্থতা অর্জন করবে কাবিননামা বেশ মোটা অংকের ধরবে অবশেষে যে কোন ঝামেলা পাকিয়ে সংসার ত্যাগ করবে তারপর উকিল নোটিশ পাঠাবে ভরণপোষণের দায়িত্ব নেয়ার জন্য।

তা নয়তো ছেলেকে ডিভোর্স দিতে বাধ্য করবে এবং মোহরানার মোটা অংকের টাকা টি আদায়ের জন্য প্রাণান্ত চেষ্টা করবে অনেকে আত্মসম্মানের ভয়ে মুখ খুলবেনা এবং চুপচাপ সেই চাহিদা পূরণ করে দেবে এবং অপর প্রান্ত থেকে সেই মেয়েটি তার অবস্থান থেকে তার চাওয়াটা তার আগ্রহ তার এই গল্পটা খুব সূক্ষ্মভাবে প্রাপ্তির মাধ্যমে বাস্তবায়ন করবে।

এ সমস্ত নারীরা কিম্বা তার পরিবারের প্রতি অতিভক্তির মাধ্যমে চরম ভাবে বিশ্বাস অর্জন করে এমনকি সুন্দর সুসম্পর্ক তৈরি করে যে সম্পর্কের মাধ্যমে পরিবারের সকলের মন জয় করে।

আর এই সুন্দর সুসম্পর্ক বজায় রাখার অবস্থা পর্যন্ত উপরন্ত এসময়ের মধ্যে আরও বাড়তি যা কিছু রয়েছে সেটা হাতিয়ে নেবে কিছু কিছু নারীদের জন্য এই শর্টকাট ধনী হওয়ার পথ যখন খুব দ্রুত কেমন ধরনের ধনী হওয়ার পথ অবলম্বন করে তখন অনেক সাধারন মানুষ সহজ-সরল মানুষ এই ফাঁদে পা দেয় যা অত্যন্ত বিপদজনক ও আইন গর্হিত কাজ।

একজন সাধারন মানুষ নিঃস্ব হতে পারে যা অপর প্রান্তের পেশাজীবী চতুর ধূর্ত ক্রিমিনাল তার কর্মযজ্ঞ বাস্তবায়ন করার মাধ্যমে তার অবস্থান আরো শক্তিশালী করে নেন।

এই ক্রিমিনালদেরকে আপনি যদি খোলা মাঠে ছেড়ে দেন তাহলে আরও সাধারন মানুষের ক্ষতি করবে এতে কোন সন্দেহ নেই। তবে যদি আপনি এই ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াই করেন তাহলে সমাজের অনেক মানুষ সচেতন হতে পারবে। তাদের সম্পর্কে সম্যক ধারণা পোষণ করতে পারবে জানতে পারবে বুঝতে পারবে অনুধাবন করতে পারবে ও তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে না।

এমনকি পারিবারিক সামাজিক অবস্থান অক্ষুন্ন রেখে তার সুন্দর জীবন পরিচালনা করতে পারবে কারন আত্মসম্মানের ভয় সবার রয়েছে তবে যারা ক্রিমিনাল যারা ফ্রড যারা এই ধরনের ক্রাইম এর সঙ্গে সর্বদা জড়িত তাদের কোন দেশ নেই সমাজ নেই রাস্ট্র নেই পরিবার নেই।

এদের আইনের অন্ধকার কুঠুরিতে বন্ধ রাখাই শ্রেয়। একটা কথা মনে রাখবেন নারী অধিকার আইন নারী নির্যাতনের আইন কার্যকরী অবস্থানে প্রয়োগ করা যায় তবে অবশ্যই সেটা সঠিক আবার এই আইন যদি একজন পুরুষকে ফাঁসানোর কাজে ব্যবহার করা হয় আর তা যদি প্রমাণিত হয় তবে এর শাস্তির বিধান সম্পর্কে হয়তো তাদের ধারণা নেই।

নারীরা বরাবরই নারী অধিকার আইনের প্রতি অশ্রদ্ধাশীল। তারা নারী অধিকার আইনের গলদ ফায়দা উঠিয়ে একজন মানুষকে অসহায়ও করে নিঃস্ব করে ধ্বংস করে।

তবে এমন একটা সময় আসবে যখন পুরুষ অধিকার আইন ও বাস্তবায়ন হবে পুরুষ নির্যাতন আইন যখন বাস্তবায়ন হবে তখন নারীর অধিকার আইনের ও কিছু সীমালংঘন দিক রয়েছে যেটা বন্ধ হবে আর পুরুষ অধিকার আইনের যদি কোন খারাপ দিক থাকে সেটাও ধরা পড়বে। তবে আমরা যত কথাই বলি না কেন অপরাধ করে কেউ ঘরে যেতে পারেনা অপরাধী তার অবস্থান মাফিক যথেষ্ট শাস্তি পাবে এতে কোন সন্দেহ নেই। তাই বলবো সর্বদা সচেতন থাকুন নিরাপদ থাকুন স্বচ্ছ সুন্দর ও সঠিক পথ অবলম্বন করুন তবেই জীবন সুন্দর ও সুখময়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
ফ্রড অথবা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৮-১১-২০২১ | ৮:২০ |

    সর্বদা সচেতন থাকুন নিরাপদ থাকুন স্বচ্ছ সুন্দর ও সঠিক পথ অবলম্বন করুন তবেই জীবন সুন্দর ও সুখময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. জাহাঙ্গীর আলম অপূর্ব : ০৮-১১-২০২১ | ১৫:৫২ |

    চমৎকার একটা লেখা 

    GD Star Rating
    loading...