নিজের মূল্যবোধকে জাগিয়ে তুলুন ...

আপনি তখনই অস্তিত্ব অনুভব করতে পারবেন যখন আপনার অস্তিত্ব সম্পর্কে সুন্দর ধারণা থাকবে। জীবনের চূড়ান্ত সত্য হল সর্বদা সোজা পথে থাকা। ভালোকে গ্রহণ করা মানে খারাপকে উপেক্ষা করা। রহস্যময় সত্য দ্বারা পৃথিবীর সমস্ত কদর্যতা অনুভব করা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। অহংকার, ক্রোধ, বিরক্তি, অন্যায় তাড়না আমাদের মানুষের জীবনে অন্ধকার নিয়ে আসা কর্মগুলির মধ্যে সবচেয়ে সাধারণ;

এই জিনিসগুলো মানুষের জীবনে কোন মঙ্গল বয়ে আনতে পারে না। এই সমস্ত বিষয়ে জড়িত না হয়ে অপেক্ষা করা একটি উন্নত জীবনের পথ সুগমনের জন্য। কিন্তু আপনি আপনার কর্মজীবনের সঠিক পথ বেছে নিয়ে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অধ্যবসায় ব্যবহার করতে পারেন। অন্যথায় জাগতিক জীবনে এটি ব্যবহার করার কোন উপায় নেই।

যদি আপনি তা করেন, আপনার চারপাশের পরিবেশ এবং এমনকি আপনার সুন্দর জীবন একটি অসম্ভব অদ্ভুত আচরণের দ্বারা জটিল অন্ধকারে ফিরে আসবে যেখান থেকে বের হওয়া সত্যিই কঠিন। এই জীবনের মাধ্যমে মনস্তাত্ত্বিক অস্তিত্বের দিকে পরিচালিত করবে। অতএব, সঠিক কর্ম মূল্যায়ন করুন। এখানে আপনার মূল্যহীন জীবন রচিত। তাই আমি বলি সুন্দর সময় বেছে নিন। সমস্ত সৌন্দর্য উপলব্ধি করুন। সুন্দর সময়টিকে অবহেলা না করে এই সময়টিকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন এবং যেভাবে চলছে সেভাবে এগিয়ে যান।

মনে রাখবেন যে আপনি চাপের মধ্যে যাই করুন না কেন, আপনি যাই করেন না কেন, কোন সন্দেহ নেই যে একদিন তা নানান উপায়ে উপলব্ধি করা হবে। এই সময়ে আপনার জীবনে সেই কর্মের দ্বারা ভাল বা মন্দ যাই হোক না কেন, আপনি কখনই মুক্তি পাবেন না। আপনি আপনার নিজের পথ বেছে নিতে পারেন বিবেক বুদ্ধি জ্ঞান ও সুন্দর দৃষ্টিভঙ্গির দাঁড়া। এখানে আপনার অস্তিত্ব সম্পর্কে অবহিত হবেন এখানে আপনার জীবন সম্পর্কে ধারনা পাবেন এখানে আপনার পদ সম্পর্কে অবগত হবেন এখানে আপনার যাত্রা সম্পর্কে বুঝতে পারবেন। এখানে আপনার জীবনের কর্ম ও অনবদ্য অনুসরণীয় অভাবনীয় সকল মনস্তাত্ত্বিক জাগতিক ব্যবহারিক অব্যবহারিক ভালো-মন্দ দর্শনকে উপলব্ধি করতে পারবেন। যা আপনার যাবজ্জীবনের প্রত্যয় সাফল্য অসফল বা কিছু রয়েছে তার তাৎপর্যপূর্ণ গুরুত্ব বহন করবে।

অতএব, এখনই সময়; ধৈর্য ধারণ করুন, হিরো স্থির হোন, ক্রোধকে দমন করুন, জেদকে উপেক্ষা করুন অশান্ত মনের কর্ম বাসনাকে প্রশমিত করুন অসন্ত মনের চাহিদাকে সংবরণ করুন অযাচিত ভাবনাগুলোকে উপেক্ষা করুন। যে সুন্দর দৃষ্টিভঙ্গি ফেরানোর জন্য স্বতঃস্ফূর্তভাবে নিজের জায়গাকে নির্বাচন করুন। নিজের অবস্থানকে মূল্যায়ন করুন; নিজের মূল্যবোধকে জেগে তুলুন, জাগিয়ে তুলুন নিজের অস্তিত্বকে; ভাবতে পারেন এখানে ছাড়া আপনার কোন নতুন জগৎ নেই যেখানে নতুন করে কোনো কিছুর সৃষ্টি করতে পারবেন এখানে যা মূল্য দেবেন সেখানে তারই মূল্য পাবেন। এখানেই আপনার জীবনের পরম পাওয়া এখানে আপনার জীবনের চরম চাওয়ায় এখানে আপনার জীবনের সকল সাফল্য অর্জিত হবে।

অবোধ অবস্থায় জটিল-কঠিন অন্ধকারে যদি আপনি সফলতা অর্জন করে পৃথিবীতে আগমন করে থাকেন তাহলে আপনার চোখ কান নাক মস্তিষ্ক জ্ঞান সবই রয়েছে। এখানে আপনাকে চিরস্থির হতেই হবে এখানে আপনাকে নিজের বিবেক দ্বারা নিজের সত্যকে নির্বাচন করতে হবে নিজের অস্তিত্বকে অনুধাবন করতে হবে। নিজের জগৎ সম্পর্কে অবগত হতে হবে। নিজের চাওয়া সম্পর্কে পাওয়া সম্পর্কে বুঝতে হবে নিজের সুন্দর ব্যবস্থা সম্পর্কে আপনাকে সকল ধরনের পদ নির্ণয় করতে হবে যা আপনার জীবনে আপনার অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকার জন্য পৃথিবীর সকল পথকে সুগম করবে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
নিজের মূল্যবোধকে জাগিয়ে তুলুন ..., 5.0 out of 5 based on 2 ratings
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ০৩-১০-২০২১ | ৩:৪৩ |

    অসাধারণলেখা ,
    শুভ কামনা নিরন্তর

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৩-১০-২০২১ | ৯:৩৫ |

    নিজের সুন্দর ব্যবস্থা সম্পর্কে আপনাকে সকল ধরনের পদ নির্ণয় করতে হবে যা আপনার জীবনে আপনার অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকার জন্য পৃথিবীর সকল পথকে সুগম করবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...