ইন্দ্রজাল

images

আমার মনের ভেতরে এক
রূপসী মেঘ’ লুকোচুরি খেলে, তাড়া করে
দক্ষিণ-পশ্চিমের বয়ে চলা ব্লু-রে এর মতো
যেখানে অনবরত বিস্তৃত হওয়া
বরফের পাহাড় ছিঁড়ে নেমে পড়ে ঝুলন্ত মেঘমালা-
আর চারদিকে বরফের টুকরো
মাংসের পিন্ড ভেদকরে যখন ছুঁয়েছে শরীর
আমি তখন শীতের ঘনত্বে হিম হয়ে
স্থির বাতাসের বিপরীতে দাঁড়িয়ে এক অনবদ্য ভারবাহী প্রকৃতির যুদ্ধাহত সন্তান।

আমরা পৃথিবীর এই বিস্তৃত পথের বিভাময় মানুষ
কোন না কোন এক অসহায় পথিক সেজে
ছুটে চলা নিরন্ন জীবনের কাণ্ডারি
চোখের দূরত্ব অতিক্রম করে সাজিয়ে নিচ্ছি জগৎ সংসার।
যেখানে আমাদের ডেকে দিয়ে যায়
প্রতিদিন কোনো না কোনো মেকী মেঘ
আমাদের এই নিরন্ন কৌশলী পথে
দুঃস্বপ্নের জগৎ আর সু-স্বপ্নের মায়াজাল
পাহাড়ের ভয়ংকর জংলি
মাকড়সার মতই মায়াময়
কী এক ইন্দ্রজাল বিস্তার করে ঘটে চলছে স্বপ্নদর্শী খেলা।

যেখানে সবাই কোনো এক প্রেমের দঙ্গলে
ভরকরে লুকোচুরিতে আকৃষ্ট
এই যে বরফগলা রোদ্দুর, বরফগলা সূর্য
চাঁদের হিমাংকিত উষ্ণতা নিয়ে পিষে ফেলছে শরীর;
আমাদের এই সুবিশাল হৃদয়’ সমুদ্রের মাঝে
বিস্তীর্ণ এলাকাজুড়ে জমা পড়ে নিদারুণ বিষণ্নতা,
জমা পড়ে মনের গহীন অরণ্য থেকে
ভালোবাসা, সুখ, দুঃখ, জমা পড়ে বিশাল সমুদ্রের
হতাশার পেছনে, আরেকটি হতাশা; আরেকটি সুখ
আরেকটি দুঃখ আরেকটি চাওয়া পাওয়া।
এ যেন এক মনের বাগানে হাজার ফুলের সুবাস
বয়ে নিয়ে চলছে আমাদের জীবনের বোঝা
যেখানে হৃদয় এর মূল্য জীবনের মূল্যে বিক্রি হয়।
যেখানে অর্থের মূল্যে স্বপ্নকে কেনাবেচা হয়।

যেখানে অর্থের বিনিময়ে বিস্তীর্ণ মেঘ মালাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে
অন্য একটি জীবনের দিকে ছুঁড়ে দেয়া যায়’
যা নিমিষে ধ্বংস করবে সুন্দর একটি জীবনের মানে।
আমার মনের ভিতর রূপসী এক মেঘ
সুস্বপ্ন বয়ে নিয়ে বৃষ্টিপাত করছে
বাতাসের ঘনত্ব নিয়ে পরিবহন করছে জীবনের
আকাঙ্ক্ষাগুলো যেখানে সীমাহীন দৃষ্টির
বাইরে গিয়ে খেলছে অদৃষ্টের খেলা।
ঘুর্ণয়মান পৃথিবীর এই মহাখেলা যেখানে সর্বদা বিরাজমান।
যেখানে এঁকেবেঁকে চলা পথ বাঁকানো অন্ধকার
জীবন কে আলোর পথে চলার এক অমল
বার্তাবাহক হয়ে বুঝিয়ে দিচ্ছে
কোন এক সৌন্দর্যমণ্ডিত জীবনের অলংকৃত গান।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৬-১২-২০২০ | ২০:৪০ |

    এ যেন এক মনের বাগানে হাজার ফুলের সুবাস
    বয়ে নিয়ে চলছে আমাদের জীবনের বোঝা
    যেখানে হৃদয় এর মূল্য জীবনের মূল্যে বিক্রি হয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • শামীম বখতিয়ার : ২৮-১২-২০২০ | ১১:৫৭ |

      অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সবসময় ভালোবাসা সহ 

      GD Star Rating
      loading...
  2. ফয়জুল মহী : ২৬-১২-২০২০ | ২১:১৫ |

    সুন্দর লিখেছেন কবি

    GD Star Rating
    loading...
    • শামীম বখতিয়ার : ২৮-১২-২০২০ | ১১:৫৭ |

      ধন্যবাদ কবি ভালোবাসা জানবেন

      GD Star Rating
      loading...
  3. আলমগীর সরকার লিটন : ২৭-১২-২০২০ | ১০:২৯ |

    বেশ লেখেছেন কবি দা অনেক শুভেচ্ছা রইল

    GD Star Rating
    loading...
    • শামীম বখতিয়ার : ২৮-১২-২০২০ | ১১:৫৮ |

      ধন্যবাদ ও শুভকামনা জানবেন ভালোলাগার জন্য

      GD Star Rating
      loading...
  4. ইসিয়াক : ২৮-১২-২০২০ | ১২:৩৭ |

    ভালো লিখেছেন। 

    শুভকামনা।

    GD Star Rating
    loading...