আমার মনের ভেতরে এক
রূপসী মেঘ’ লুকোচুরি খেলে, তাড়া করে
দক্ষিণ-পশ্চিমের বয়ে চলা ব্লু-রে এর মতো
যেখানে অনবরত বিস্তৃত হওয়া
বরফের পাহাড় ছিঁড়ে নেমে পড়ে ঝুলন্ত মেঘমালা-
আর চারদিকে বরফের টুকরো
মাংসের পিন্ড ভেদকরে যখন ছুঁয়েছে শরীর
আমি তখন শীতের ঘনত্বে হিম হয়ে
স্থির বাতাসের বিপরীতে দাঁড়িয়ে এক অনবদ্য ভারবাহী প্রকৃতির যুদ্ধাহত সন্তান।
আমরা পৃথিবীর এই বিস্তৃত পথের বিভাময় মানুষ
কোন না কোন এক অসহায় পথিক সেজে
ছুটে চলা নিরন্ন জীবনের কাণ্ডারি
চোখের দূরত্ব অতিক্রম করে সাজিয়ে নিচ্ছি জগৎ সংসার।
যেখানে আমাদের ডেকে দিয়ে যায়
প্রতিদিন কোনো না কোনো মেকী মেঘ
আমাদের এই নিরন্ন কৌশলী পথে
দুঃস্বপ্নের জগৎ আর সু-স্বপ্নের মায়াজাল
পাহাড়ের ভয়ংকর জংলি
মাকড়সার মতই মায়াময়
কী এক ইন্দ্রজাল বিস্তার করে ঘটে চলছে স্বপ্নদর্শী খেলা।
যেখানে সবাই কোনো এক প্রেমের দঙ্গলে
ভরকরে লুকোচুরিতে আকৃষ্ট
এই যে বরফগলা রোদ্দুর, বরফগলা সূর্য
চাঁদের হিমাংকিত উষ্ণতা নিয়ে পিষে ফেলছে শরীর;
আমাদের এই সুবিশাল হৃদয়’ সমুদ্রের মাঝে
বিস্তীর্ণ এলাকাজুড়ে জমা পড়ে নিদারুণ বিষণ্নতা,
জমা পড়ে মনের গহীন অরণ্য থেকে
ভালোবাসা, সুখ, দুঃখ, জমা পড়ে বিশাল সমুদ্রের
হতাশার পেছনে, আরেকটি হতাশা; আরেকটি সুখ
আরেকটি দুঃখ আরেকটি চাওয়া পাওয়া।
এ যেন এক মনের বাগানে হাজার ফুলের সুবাস
বয়ে নিয়ে চলছে আমাদের জীবনের বোঝা
যেখানে হৃদয় এর মূল্য জীবনের মূল্যে বিক্রি হয়।
যেখানে অর্থের মূল্যে স্বপ্নকে কেনাবেচা হয়।
যেখানে অর্থের বিনিময়ে বিস্তীর্ণ মেঘ মালাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে
অন্য একটি জীবনের দিকে ছুঁড়ে দেয়া যায়’
যা নিমিষে ধ্বংস করবে সুন্দর একটি জীবনের মানে।
আমার মনের ভিতর রূপসী এক মেঘ
সুস্বপ্ন বয়ে নিয়ে বৃষ্টিপাত করছে
বাতাসের ঘনত্ব নিয়ে পরিবহন করছে জীবনের
আকাঙ্ক্ষাগুলো যেখানে সীমাহীন দৃষ্টির
বাইরে গিয়ে খেলছে অদৃষ্টের খেলা।
ঘুর্ণয়মান পৃথিবীর এই মহাখেলা যেখানে সর্বদা বিরাজমান।
যেখানে এঁকেবেঁকে চলা পথ বাঁকানো অন্ধকার
জীবন কে আলোর পথে চলার এক অমল
বার্তাবাহক হয়ে বুঝিয়ে দিচ্ছে
কোন এক সৌন্দর্যমণ্ডিত জীবনের অলংকৃত গান।
loading...
loading...
এ যেন এক মনের বাগানে হাজার ফুলের সুবাস
বয়ে নিয়ে চলছে আমাদের জীবনের বোঝা
যেখানে হৃদয় এর মূল্য জীবনের মূল্যে বিক্রি হয়।
loading...
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সবসময় ভালোবাসা সহ
loading...
সুন্দর লিখেছেন কবি
loading...
ধন্যবাদ কবি ভালোবাসা জানবেন
loading...
বেশ লেখেছেন কবি দা অনেক শুভেচ্ছা রইল
loading...
ধন্যবাদ ও শুভকামনা জানবেন ভালোলাগার জন্য
loading...
ভালো লিখেছেন।
শুভকামনা।
loading...