সমাজ সচেতনতা।
নভেম্বর ৭, ২০১৯ সকাল ৭ টা ৪০ মিনিট
দীর্ঘদিন হাসপাতালের কারাগারে থাকার পর ফিরে এলাম আপনাদের মাঝে।
পারিবারিক জীবন হলো সবচেয়ে সুশৃংখল, এখানে যতই ভুল করেন যত অপরাধ করেন সাত খুন মাফ, পারিবারিক বন্ধন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধন যেখানে স্নেহ-মমতা মায়া ভালোবাসার উৎপত্তিস্থল।
আপনি যতটাই হতাশাগ্রস্থ হন পরিবারের কাছে আসলে হতাশা দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এজন্যই পারিবারিক জীবনের প্রত্যেকটা মানুষের জন্য বন্ধন ধরে রাখা অত্যন্ত জরুরী।
পরিবার না থাকলে বেঁচে থাকাটাই দুঃস্বপ্নের হয়। আপনি যতই অর্থ সম্পদ উপার্জন করেন পরিবারের বৃত্ত বৃত্তের সুশৃংখল ভালবাসায় তার মোর ঘুরিয়ে দেয় সাহস যোগায় যা কখনো ভেঙে পড়ার আশঙ্কা থাকে না।
এখানেই আপনার সমস্ত সুখ নির্ণীত হয়। এখানে প্রত্যেককে কারো সুখে সুখী কারো দুখে দুখী। আপনার জীবন থেকে অনেকেই চলে যাবে অনেকেই আসবে কিন্তু পরিবারের একজন মানুষ ছুটে গেলে সারা জীবন আপনি বলতে পারবেন না।
এইজন্যই পারিবারিক বন্ধন অতি দ্রুত হয়। কাছের মানুষ যেভাবে চলে যায় সেভাবে পারিবারিক বন্ধনের একজন মানুষ চলে যাওয়াটা অত্যন্ত কষ্টের যন্ত্রণার বেদনার।
আপনার জীবন থেকে বন্ধুবান্ধব চলে যেতে পারে তাতে হয়তো কোনো যায় আসে না। জীবন চলার পথে মানুষ কত বিপদসঙ্কুল মুহূর্তের সম্মুখীন হয় কেউ উদ্ধারের জন্য এগিয়ে না আসলেও পরিবারের মানুষ সবার আগে এসে হাজির।
আমরা সমাজবদ্ধ জাতি হলেও আমরা অনেকেই পশুর চেয়েও অধম, বনের নেকড়ের চেয়েও নিকৃষ্ট। আমরা কখনও কখনও জানোয়ারের রূপ ধারণ করি যা আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ আমাদের পরিবারের জন্য বিপদজনক আমাদের সমাজ ব্যবস্থার জন্য অত্যন্ত ক্ষতিকর।
এই পরিস্থিতির জন্য পরিবার (… ) দায়ী না থাকলেও এ পরিস্থিতির জন্য পরিবার ও বিপদসঙ্কুল মুহূর্তের সম্মুখীন হয়। সেজন্যই আপনি যা করবেন সেটা পরিবার কখনো কখনো নির্ধারণ করে দেয়।
পরিবারের বাইরে কোন কিছু করাটা সত্যিই বোকামি আপনি যদি ভালো কিছু করতে চান পরিবারের লোক ই সাহস যোগায় যা আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য একধাপ এগিয়ে নেয়। পরিবারের সে মানুষরা সুখী হয় ভালো ফিল করে আপনার গর্বে গর্বিত হয়।
তাই জীবন চলার পথে আপনি যা কিছুই করেন পরিবারের বন্ধন ভেঙ্গে দিয়েন না পরিবারের বন্ধন নষ্ট করবেন না একটা পরিবারের বন্ধন হাজার কোটি টাকার মূল্যের চেয়েও সম্পদশালী যা কোন অর্থে সাথে বিনিময়ে তৈরি করা যায় না।
যা কোন জীবনের সাথে বিনিময় করা যায় না যার কোন মূল্য নির্ধারণ করা যায় না। এটাই হল পরিবার; দুনিয়ার অন্য কোন কিছু না পেলেও এখানে এসব কিছুই পাবেন আপনি।
তাই আমি আপনাদের প্রতিনিয়ত বলবো পরিবারকে ভালবাসুন পরিবারের কাছাকাছি থাকুন পরিবারের মানুষকে সুখে রাখুন এটাই আপনার জীবনের লক্ষ্য হওয়া উচিত তার পাশাপাশি আপনার চারপাশের মানুষ কেউ ভালোবাসার মধ্য দিয়ে জীবন প্রবাহিত করুন।
আমরা কতদিনই বা বেঁচে থাকব আমরা চারপাশের মানুষকে যদি ভালো না বাসতে পারি তাহলে সেই জীবন সাফল্যমণ্ডিত হয় না। লোভ ক্ষোভ হতাশা দিয়ে কোন কিছুর সাফল্য আসে না।
পরিবারের সাথে সাথে আপনার চারপাশে মানুষের মন জয় করা উচিত। মানুষের ভালোবাসা, মানুষের দোয়া মানুষের সুন্দর দৃষ্টি আপনার জীবনকে করে তুলবে আরো আনন্দদায়ক আরো সুন্দর আরো সাফল্যময় হোক প্রত্যেকটা মানুষের জীবনের নতুন অধ্যয়ন।
loading...
loading...
কতদিনই বা বেঁচে থাকব আমরা চারপাশের মানুষকে যদি ভালো না বাসতে পারি তাহলে সেই জীবন সাফল্যমণ্ডিত হয় না। লোভ ক্ষোভ হতাশা দিয়ে সাফল্য আসে না।
দীর্ঘদিন হাসপাতালে কারাবাস এর ব্যাপারে কিছুই জানতাম না শামীম। জানতে চাই।
loading...
ধন্যবাদ ভাইয়াI মেসেঞ্জারে জানিয়ে দেবো আপনাকেI ভালো থাকুন সবসময় অনেক অনেক শুভকামনা আপনার জন্য সুস্থ থাকুন নিরাপদ থাকুন সব সময়
loading...
সর্বোপরি এবং সব সময় আমাদের সবাইকে ভালো থাকতে হবে শামীম ভাই।
loading...
অশেষ ধন্যবাদ সুমন ভাই ভালো থাকার চেষ্টা কেনা করে, তার ভিতরেও কোন না কোন সময় সমস্যা সৃষ্টি হয়I মানুষের জীবন বিচিত্র হলেও একে নিজের মতো করে সুন্দর করা যায়I আমি সেই চেষ্টাই করি সব সময়
loading...
পরিবারের সাথে সাথে আমাদের চারপাশে মানুষের মন জয় করা উচিত। মানুষের ভালোবাসা, মানুষের দোয়া মানুষের সুন্দর দৃষ্টি আপনার জীবনকে করে তুলবে আরো আনন্দদায়ক আরো সুন্দর আরো সাফল্যময় হোক প্রত্যেকটা মানুষের জীবনের নতুন অধ্যয়ন।
loading...
ধন্যবাদ আপু অনেক অনেক শুভকামনা আপনার জন্য ভালো থাকুন সবসময়
loading...
সমাজ সচেতনতার আগে হচ্ছে পরিবার বা পারিবারিক সচেতনতা। যেমনটা আপনি বলেছেন। আপনার জন্য ভালোবাসা। ভালো থাকুন।
loading...
থ্যাংক ইউ প্রিয় সৌমিত্রদাI অনেক অনেক ধন্যবাদ আপনাকে
loading...
"যা কোন জীবনের সাথে বিনিময় করা যায় না যার কোন মূল্য নির্ধারণ করা যায় না। এটাই হল পরিবার; দুনিয়ার অন্য কোন কিছু না পেলেও এখানে এসব কিছুই পাবেন আপনি।"
সহমত।
loading...
অশেষ ধন্যবাদ আপু ভালো থাকুন নিরন্তর
loading...
সমাজ সচেতনতা।
loading...
থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক থ্যাংক ইউ
loading...
পরিবার না থাকলে বেঁচে থাকাটাই দুঃস্বপ্নের। ভাল থাকুন প্রিয় কবি দা।
loading...
থ্যাংক ইউ আপু ভালো থাকুন সবসময়
loading...
* পরিবারহীন জীবন কখনো জীবন নয়….
loading...
অশেষ ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন নিরন্তর
loading...
প্রয়োজন আমাদের সমাজ সচেতনতা।
loading...
সমাজবদ্ধ জাতি মানুষ একই ভাবে কখনো বেঁচে থাকতে পারেনা সমাজবদ্ধ জাতি স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে শুভকামনা আপনাকে
loading...
একজন মানুষের জীবন চলার মাঝে যত সুখদুঃখ, তা সবই পরিবারে সকলেরই সুখদুঃখ! তাছাড়াও পাড়াপ্রতিবেশি আত্মীয়স্বজনদের সুখদুঃখ নিয়েও আমাদের সকলেই ভাবা উচিৎ বলে আমি মনে করি। সর্বোপরিভাবে জগতের সবাই সুখে থাকুক, এই কামনাও করি। লেখককে অজস্র ধন্যবাদ।
loading...
অশেষ ধন্যবাদ এবং শুভকামনা ভাল থাকুন সবসময় ভালোবাসা সহ
loading...