মৃত্যু খুব সাধারণ বিষয় যা কাউকে না জানিয়ে ছুঁয়ে যায়।
আমার কিছু নেই যা নিয়ে আমি গর্বিত হবো।
অথচ মানুষ বলে তাঁর বহু কিছু আছে তা নিয়ে অহংকারেরও শেষ নেই।
আমিতো দেখিনি তারা সেসব নিয়ে কবরে যাচ্ছে।
তাহলে এতো গর্ব কিসের অহংকার কিসের?
মৃত্যু আগন্তুক নয়, সে যখনতখন আমাকে কব্জা করতে পারে। আমার কি আছে!
যা নিয়ে আমি গর্ববোধ করি!
এরচেয়ে বরং গর্ব আমার এই দুনিয়াতে আমি এসেছি, আসতে পেরেছি।
এখানে যেভাবেই থাকি তাতে বিন্দুমাত্র আফসোস নেই। তবে নীচের প্রথম সিঁড়ি থেকে যখন ধাপে ধাপে- ধীরে সুস্থে উপরের দিক অগ্রসর হতে পাচ্ছি এটাই গর্বের চেয়ে কম কি;
মৃত্যুতো আসবেই তবে সেই মৃত্যু যেনো স্বাভাবিক হয় কারণ আমি সাধারণ একজন মানুষ। স্বাভাবিক যে গুণগুলো দরকার সেই গুনের মধ্যে থেকেই যেনো আমার চলে যাওয়াটা হয়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মৃত্যুতো আসবেই তবে সেই মৃত্যু যেনো স্বাভাবিক হয় কারণ আমি সাধারণ একজন মানুষ। স্বাভাবিক যে গুণগুলো দরকার সেই গুনের মধ্যে থেকেই যেনো আমার চলে যাওয়াটা হয়।
loading...
সরল বাস্তবতা কবি শামীম বখতিয়ার ভাই।
loading...
সর্বৈব সত্য শামীম ভাই।
loading...
আপনি ভালো থাকুন কবি বখতিয়ার শামীম ভাই।
loading...
শামীম ভাই ঠিক।
loading...
"মৃত্যু আগন্তুক নয়, সে যখনতখন আমাকে কব্জা করতে পারে। আমার কি আছে!
যা নিয়ে আমি গর্ববোধ করি!"
অতীব সত্য দাদা ভাই।
loading...