বিশ্বাস
দৃশ্যমান-
যা কোনো জ্ঞানের জ্যোতি নয়।
বিশ্বাস হচ্ছে যৌগিক শৃঙ্খল বিশ্বাসের মৌলিকত্ব হচ্ছে তাঁর উপাদানগুলি। যা একটি মানুষকে বিশ্বাস তৈরি করতে সহায়তা করে।
তবে, বিশ্বাসের কোনো আবেগ নাই আবেদন নাই। এটি “বিশ্বাস” পাহাড়ের মতোই স্থির বৃক্ষের মতোই ছায়াময় আর মাটির মতোই সুগভীর।
²কল্পনা
স্বপ্নের মতোই একটি জাল।
কল্পনা
হলো বিশ্বাসের সর্বনিম্ন স্তর। আপনি যা ভাবছেন- আপনি যা করছেন না, আপনি যা দেখছেন না, অনুমান অনুরূপ ভাবে যে স্তরের অস্থায়ী অস্থিতি অস্পষ্ট আপনার মনস্তরের গভীরে উঁকি দিবে যাঁর অবয়ব সম্পূর্ণরূপে অদৃশ্যমান।
যেকারণে বলতে পারি যে, কল্পনা কখনও বিশ্বাসের স্তরে পৌঁছায় না।
³পরিকল্পনা।
যেটি পৌঁছে সেটি হচ্ছে বিশ্বাসের পরিকল্পনা। পরিকল্পনা হলো বিশ্বাসের দ্বিমাত্রিক রূপ আপনি বিশ্বাস থেকে যেই পরিকল্পনার প্রারম্ভিক উৎস উৎপন্ন করবেন সেটিই বিশ্বাসের সিঁড়িতে চড়ে। যেটা সাকসেস না হওয়া পর্যন্ত বিশ্বাসের অস্পষ্ট ছায়া বলেই মনে করতে পারেন।
###
দৃষ্টি আকর্ষণ করছি আমার প্রিয় সকল লেখক ভাই ও বন্ধুদের।
শব্দনীড়ে অনেক ভালো ভালো লেখকের আবাসস্থল। তারমধ্যে আমি একজন খুবই সাধারণ। লেখালেখি করা আমার পেশা না হলেও এই কাজটি না করলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতোই হয়। আমি যেহেতু ব্লগিং করি, আমার দায়িত্ব থাকে সেই লেখক বন্ধুদের লিখায় কমেন্ট করা। কিন্তু আমার ব্যক্তিগত জীবনের অন্য সকলের মতোই কিছুটা দায়িত্ব নিয়ে বেড়ে উঠেছি সময় নিয়ে লিখাগুলোতে কমেন্ট করতে পারিনা। এতে আমার খারাপ লাগার পরিধিটাও কম নয়। এমনকি আমার নিজের লিখায় কিছু নিঃস্বার্থ বন্ধু আছে যারা কমেন্ট করে থাকে। অফিসিয়াল কাজের প্রয়োজনে প্রত্যেকটি মুহুর্তে দেশে এবং দেশের বাইরে যে গুরুত্বপূর্ণ সময়টা ব্যয় করি কাজ শেষে তারপর কিছু ভালো লাগেনা। সেজন্য আমি সকল বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমার চেয়ে সুন্দর সৃষ্টি জগতে আর কিছু নাই বলেই মানুষ মহৎ হতে পারে। আশাকরি ক্ষমা সুলভ দৃষ্টিতেই আমাকে গ্রহণ করবেন। তবে এমনটা সবসময় থাকবে না। আপনাদের মাঝে অবশ্যই ফিরে আসবো মত বিনিময় করার জন্য। শুভ হোক সবার।
loading...
loading...
দারুন লিখেছেন।
❤️ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন প্রিয়জন❤️
loading...
ধন্যবাদ শামীম বখতিয়ার। তোমার অনুভূতি শেয়ার করছো, আমরা পাঠক পড়ে চলেছি। কে কিভাবে জানছেন বা উপকৃত হচ্ছেন সেটা পাঠক ভালো বলতে পারবেন।
আমি ব্যক্তিগত ভাবেও জানি তুমি ব্যস্ত থাকো। তারপরও চাইবো মন্তব্যের উত্তর দিও।
loading...
বিশ্বাস হচ্ছে যৌগিক শৃঙ্খল বিশ্বাসের মৌলিকত্ব হচ্ছে তাঁর উপাদানগুলি। যা একটি মানুষকে বিশ্বাস তৈরি করতে সহায়তা করে।
loading...
কল্পনা কখনও বিশ্বাসের স্তরে পৌঁছায় না। কল্পনা হচ্ছে মনে মনে ফানুশ ওড়ানোর মতো।
loading...